অভি মঈনুদ্দীন
স্যাটেলাইট চ্যানেলে একুশে টিভিতে এরইমধ্যে প্রচার শুরু হয়েছে প্রশ্ন ও সোহান খান রচিত এবং সৈয়দ রেফাত সিদ্দিক পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। নাটকটি প্রযোজনা করছেন এম হাবিবুর রহমান। ধারাবাহিকটিতে অনেকের অভিনয়ের পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাফর চরিত্রে ওবিদ রেহান, ছোরমান চরিত্রে প্রাণ রায়-যিনি বিশিস্ট একজন পাগল, শাকুর চরিত্রে নূর এ আলম নয়ন এবং জামশেদ চরিত্রে সায়েম সামাদ। কিছুদিন আগেই নাটকটির প্রচার শুরু হয়েছে। সে সময় নাটকটি যুগ্মভাবে পরিচালনা করতেন দু’জন পরিচালক। এখন সৈয়দ রেফাত সিদ্দিক একাই নাটকটি পরিচালনা করছেন। পরিচালকের ভাষ্যমতে, আগের চেয়ে এখন নাটকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। যারা অভিনয় করছেন তারাও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছেন।
সৈয়দ রেফাত সিদ্দিক বলেন,‘ নাটকটির শুটিং শুরু হয়েছিলো বেশ আগে। কিন্তু নানান জটিলতায় নাটকটির প্রচার হতে শুরু হয়ে যায়। কিছুদিন আগেই ইটিভিতে নাটকটির প্রচার শুরু হলো। শুরু হবার পর থেকে সত্যিই বেশ সাড়া পাচ্ছি। এতে যারা অভিনয় করছেন তারাও বলেছেন গল্প’র কারণেই মূলত নাটকটির সাড়া পাচ্ছেন প্রত্যেকেই। নাটকে অনেকের পাশাপাশি সায়েম সামাদ ভাই, প্রাণ রায় দাদা, ওবিদ ভাই, নয়ন ভাই নিজেদের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন আমি সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করছেন। আমার বিশ্বাস এরইমধ্যে শুটিং হয়ে যাওয়া পর্বগুলো প্রচারে এলে দর্শকের আরো বেশি ভালোলাগবে।’
এদিকে গেলো ঈদে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিমেল আশরাফ পরিচালিত আরশাদ প্রযোজিত শাকিব খাসন-ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় একজন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। প্রাণ রায় বলেন, ‘চিরকুমারী সংঘ’ ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় কথা গল্পতো ভালো, সেইসাথে ইউনিটটাও দারুণ। কাজ করার জন্য বেশ স্বাধীনতা আছে, যেটা শিল্পীর ভালোভাকে অভিনয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। রেফাত বেশ মনোযেগ দিয়েই এই সময়ের পর্বগুলো ধারন করছে।’ নূর এ আলম নয়ন বলেন, ‘গল্পটা এরইমধ্যে জমে উঠেছে। আমরা সবাই খুব আন্তরিকতা নিয়ে কাজটি করছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো।’