শিশিরের প্রথম নাটকে মনোজ প্রমাণিক-সাদিয়া আয়মান

নাট্যাঙ্গনের গুনী নির্মাতা সৈয়দ শাকিল, রুবেল হাসান, এস আর মজুমদার, তপু খান’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরেই সহকারী পরিচালক হিসেবে কাজ করে আসছিলেন শিশির আহমেদ। এবার তাদের আশীর্বাদ নিয়েই নিজেই প্রথমবার এককভাবে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘কাছাকাছি পাশাপাশি’। নাটকটি রচনা করেছেন অনিন্দিতা উষা। গেলো রবি ও সোমবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানালেন শিশির আহমেদ।

নাটকে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেতা মনোজ প্রামাণিক ও অভিনয়ের দুনিয়ায় এসেই আলোচনায় আসা অভিনেত্রী সাদিয়া আয়মান। এতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘এই নাটকের গল্পটা মূলত রোমান্টিক কমেডি ঘরানার। এর আগে সাদিয়া আয়মান আর আমি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম। তারসঙ্গে এটি আমার প্রথম নাটক। আমরা খুব হাসতে হাসতে মজা করতে করতে নাটকটির কাজ করেছি। নাটকটির বেশকিছু জায়গায় আমরা নিজেরাই ইমপ্রোভাইজড করেছি। আমরা প্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

শিশির আহমেদ বলেন, ‘আমার নিজের পরিচালনায় প্রথম নাটক। তাই এই নাটকের প্রতি, এই নাটকের শিল্পী’সহ প্রত্যেকের প্রতি আমার অন্যরকম ভালোলাগা কাজ করেছে। মনোজ প্রামাণিক দাদা এবং সাদিয়া আয়মান দু’জনই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

শিশির জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এরপর এটি ইউটিউবে প্রকাশ পেতে পারে। নাটকে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন হোসেইন এবং মেকাপে ছিলেন মোহসীন। উল্লেখ্য, এর আগে মনোজ প্রামাণিক ও সাদিয়া আয়মান প্রথমবার একসঙ্গে গেলো ঈদে আরটিভিতে প্রচারিত মাসুম শাহরিয়ারের রচনা ও পরিচালনায় ‘স্বপ্নভূক’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এতে দু’জনের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + fifteen =