হলিউডকে ছাড়ালো বাংলা ছবি: এক নম্বরে সুড়ঙ্গ, দ্বিতীয় প্রিয়তমা

দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে ব্যবসার দিক দিয়ে এক নম্বর অবস্থানে রয়েছে ‘সুড়ঙ্গ’। সিনেপ্লেক্সটির প্রকাশিত এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, এক তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ‘প্রিয়তমা’। আর এ অবস্থান হলিউডের ছবিগুলোকে পিছনে পেলে।

গেল জুলাই মাসের ব্যবসার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স। এ তালিকায় তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে হলিউডের ছবি- ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল: ডেড রকনিং পার্ট ওয়ান’, ‘বার্বি’, ‘ইন্ডিয়ানা জোনস’। ষষ্ঠ অবস্থানে রয়েছে আরেকটি বাংলা ছবি ‘প্রহেলিকা’। তালিকার অন্য ছবিগুলো হচ্ছে- ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, ‘এলিমেন্টাল’ ও ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস’।

তালিকাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, “হলিউডের বিখ্যাত বিখ্যাত ছবিকে পেছনে রেখে টানা জুলাই মাস জুড়ে এক নম্বর আসনে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’। দ্বিতীয় আসনটাও বাংলা সিনেমারই। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এটা বাংলা সিনেমার জয়! আমাদের জয়!”

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =