চুমু কাণ্ডে স্প্যানিশ ফুটবল প্রধানের ক্ষমা প্রার্থনা

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালের পর ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির খেলোয়াড় জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ ঘটনার জন্য এবার ক্ষমা চাইলেন স্প্যানিশ ফুটবল প্রধান।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফের দেওয়া সোমবারের ভিডিও বিবৃতিতে রুবিয়ালেস বলেন, ‘অবশ্যই আমি ভুল ছিলাম, আমাকে তা স্বীকার করতে হবে। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে যখন সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আরও সতর্ক হতে হবে।’

গত রবিবার সিডনিতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ হারায় স্পেন। প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পড়ে দেশটি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই বিতর্কিত কাণ্ড ঘটান রুবিয়ালেস।

পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রিত ছিলেন রুবিয়ালেস। স্পেনের খেলোয়াড়দের একে একে গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন তিনি। সেখানেই এরমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এই ৪৫ বছর বয়সীকে। সাধারণ ফুটবল ভক্ত থেকে শুরু করে স্পেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও তার সমালোচনা করেন।

স্পেনের এল মুন্দোসহ অন্যান্য সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম ও ইউটিউবে পোস্ট করা ভিডিও ফুটেজ অনুযায়ী, ড্রেসিংরুমে এরমোসো তার সতীর্থদের বলেছেন, ঘটনাটি তার ‘ভালো লাগেনি।’

তবে আরএফইএফের মাধ্যমে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে পাঠানো এক বিবৃতিতে এরমোসোর সুর ভিন্ন। বলেন, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। সভাপতি ও আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতি তার আচরণ সবসময় অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − fifteen =