৩৩ বছরে পা বলিউড ডিভা রাকুল প্রীত সিংয়ের

অসংখ্য তরুণের স্বপ্নের নায়িকা। সুদর্শনা এবং আবেদনময়ী রাকুল প্রীত সিংয়ের ভক্ত অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে আছে বহু দেশে। ভারত ছাড়িয়ে বাংলাদেশেও রয়েছে তার অগণিত ভক্ত। দক্ষিণী সিনেমার অভিনেত্রী হয়ে তিনি মন জয় করেছেন বলিউডেও। অভিনয় করেছেন বলিউডের একাধিক সিনেমাতে।

আজ এই সুদর্শনার জন্মদিন। জীবনের ত্রিশতম বসন্তে পেরিয়ে আজ পা রাখলেন ৩৩-এ। ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার আগে থেকেই সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। আগে বহুবার নিজের প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেও সেগুলোতে প্রেমিক সম্পর্কে কিছুই জানান নি। কিন্তু আজ নিজের জন্মদিনে এসে তার পরিচয় উন্মোচন করেন তিনি।

রাকুলের নামকরণ করা হয় তার বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে। বাবা রাজিন্দির সিং এবং মা কুলভিন্দর সিং; তাদের দুজনের নামের প্রথমাংশ নিয়েই নাম রাখা হয় রাকুল। অভিনেত্রীর বাইরেও রাকুল একজন জাতীয় পর্যায়ের গলফ খেলোয়াড়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল রাকুলের, যার কারণে মাত্র ১০ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। এরপর একাধিক ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন।

এরপর ২০০৯ সালে কন্নড় সিনেমা ‘গিল্লি’ দিয়ে অভিনয় শুরু করেন রাকুল প্রীত সিং। ২০১১ সালে তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে নাট্যাভিনয়ে যোগদান করে পঞ্চম স্থান পান এবং ‘মিস ইন্ডিয়া’সহ পাঁচটি নাট্য পদবী লাভ করেন। এরপর নিজেকে পুরোদমে অভিনয়ে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন এবং একই বছর তিনি প্রথম তেলুগু চলচ্চিত্র ‘কেরাটাম’ করেন। পরের বছর করেন প্রথম তামিল সিনেমা ‘থাডাইয়ারা থাক্কা’।

২০১৪ সালে তিনি বলিউডে পা রাখেন। তার প্রথম হিন্দি সিনেমা ‘ইয়ারিয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর ধীরে ধীরে তেলেগু ও তামিল সিনেমায় তারকা হয়ে ওঠেন। বলিউডেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে রাফ, কিক ২, ব্রুস লী : দ্য ফাইটার, নান্নাকু প্রেমাথো, সাররাইনোডু, ধ্রুবা, আইয়ারী (হিন্দি), দে দে পিয়ার দে (হিন্দি), শিমলা মির্চি (হিন্দি) ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + nineteen =