আমরা সবাই কষ্ট পাচ্ছি : বিশ্বকাপে রেকর্ড হারের পর অসি অধিনায়ক কামিন্স

লক্ষ্ণৌ (ভারত), ১৩ অক্টোবর ২০২৩ (বাসস/এএফপি) : এবারের  বিশ্বকাপটটা এ পর্যন্ত  হতাশায় নিমজ্জিত  সাবেক চ্যাম্পিয়ন। এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দু’টিতেই পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। তার ওপড়  নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে  হারতে হয়েছে অসিদের।  বিশ্বকাপে  গতকাল বৃহস্পতিবার দক্ষিন আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরে যাবার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন  পাঁচ  বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ‘কস্ট পাচ্ছে’। এটি ছিল বিশ্বকাপে অসিদের সবচেয়ে বড় পরাজয়।

দক্ষিন আফ্রিকার ৭ উইকেটে ৩১১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৫৫ বল বাকী থাকতেই ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরে যাবার পর এবারের বিশ্বকাপে এটি ছিল অস্ট্রেলিয়দের টানা দ্বিতীয় পরাজয়।

ফলে ১০ দলের এই টুর্নামেন্টে তারা এখন দ্বিতীয় দল হিসেবে পড়ে আছে পয়েন্ট তালিকার তলানীতে। নেদারল্যান্ডসের  চেয়েও পিছিয়ে থাকা অসিদের পর শেষ দল হিসেবে তলানিতে রয়েছে আফগানিস্তান।

কামিন্স বলেন,‘ সবাই কস্ট পাচ্ছে। আজ রাতে বেশী কিছু বলার নেই। সব মান দন্ডেই আমরা ভালো পিছিয়ে  ছিলাম। টুর্নামেন্টে চ্যালেঞ্জিং দল হতে চাইলে আপনাকে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ম্যাচে প্রোটিয়াদের হয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার  হয়ে সর্বোচ্চ  ১০৯ রানের ইনিংস খেলেন ডি কক। টানা দ্বিতীয় এই জয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দলটি।

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন,‘ টসে হারাটা ছিল আমার জন্য আনন্দের। কেননা এর ফলে সবকিছু আমাদের পক্ষে গেছে। কুইন্টনকে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে। যদি বলি উন্নতি করার  মতো দলে অনেক ক্ষেত্র আছে তাহলে নিজেকে লোভী মনে হবে। ব্যাট বা বল উভয় ক্ষেত্রেই আমরা অনেকটাই নিখুঁত ছিলাম।

পরের ম্যাচে  আগামী  সোমবার লক্ষ্ণৌতে শ্রীলংকার মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। পরের দিন ধর্মশালায় দক্ষিন আফ্রিকা লড়বে নেদারল্যান্ডসের  বিপক্ষে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − five =