স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায় মার গেছেন। রবিবার দিবাগত রাত ২টায় অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইমারজেন্সি এবং পরে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাথে সাথে কর্তব্যরত ডাক্তার আইসিইউতে নেয়ার কথা বলেন।
এরপর মেডিকেল সেন্টার হাসপাতালে ইমারজেন্সিতে নিয়ে গেলে ডাক্তার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করলেও হঠাৎই সুজিত রায়ের অবস্থার অবনতি ঘটে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোর ৫টায় তার মরদেহ নিজ বাসভবন চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার সকাল ১১টায় বলুয়ার দীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার আগে দেওয়া হয় গার্ড অব অনার। মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী, পুত্রবধূ, ৩ ভাই এবং অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।