সংগীতজীবনের ৩০ বছর উদযাপন ঢাকায় নচিকেতা

সংগীতজীবনের ৩০ বছর পার করেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। এ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে কনসার্ট ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। আগামী ১০ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে গাইবেন তিনি।

কলকাতার খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়  ১৯৯৩ সালে। ‘এই বেশ ভালো আছি’ নামে অ্যালবামটি পায় বিপুল জনপ্রিয়তা। এরপর ত্রিশ বছর ধরে জীবনমুখী গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন তিনি।

ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে এই আয়োজনটি উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য কনসার্টের আয়োজন করছে আজব রেকর্ডস ও আজব কারখানা। এ অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করবেন বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

ইতোমধ্যেই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। এ সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, ‘আমার মতো অসংখ্য শ্রোতাদের প্রিয় শিল্পী নচিকেতা। দুই বাংলায় তার গানে শ্রোতারা বুঁদ হয়ে থাকেন। তাকে নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আনন্দ লাগছে। আশা করি, সবার সহযোগিতায় এই আয়োজনটি সফলতা পাবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + two =