অনেক দিন ধরে শোনা যাচ্ছে, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি হবে। তবে কবে আসবে এর পরের পর্ব, কে বানাবেন, তা নিয়ে কিছু বলেননি নির্মাতারা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন থ্রি ইডিয়টসের প্রযোজক বিধু বিনোদ চোপড়া। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ সিনেমার পরবর্তী পর্ব আসবে এটা নিশ্চিত। তবে বদলে যাবে পরিচালক। থ্রি ইডিয়টসের পরের পর্ব তিনি একই সঙ্গে প্রযোজনা ও পরিচালনা করবেন। বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি ইডিয়টসের সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ আগ্রহী। আমিই সিনেমাটি পরিচালনা করব।’
থ্রি ইডিয়টস পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল সিনেমাটি। হিরানি ও অভিজিৎ যোশির সঙ্গে এর চিত্রনাট্যও লিখেছিলেন বিধু বিনোদ। ২০০৯ সালে মুক্তি পাওয়া ৫৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ৪৬০ কোটি। থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আরও বড় আকারে তৈরি করতে চান বিধু বিনোদ। তবে কবে সিনেমাটির কাজ শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকবেন কি না, তা নিয়ে কিছু বলেননি প্রযোজক তিনি।
শুধু থ্রি ইডিয়টস নয়, রাজকুমার হিরানির আরেক আলোচিত সিনেমা মুন্নাভাই-এরও সিক্যুয়েল হবে। এ সিরিজের প্রথম সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’ মুক্তি পায় ২০০৩ সালে। ৩ বছর পর আসে এর দ্বিতীয় পর্ব ‘লাগে রাহো মুন্নাভাই’। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হিরানি জানিয়েছিলেন, মুন্নাভাইয়ের তৃতীয় পর্ব নির্মাণের জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন তিনি। কয়েকটি গল্পও লিখেছেন। তবে তাঁর নিজেরই ততটা ভালো লাগেনি। তাই অপেক্ষা করছেন। জুতসই গল্প না পাওয়া পর্যন্ত এ কাজে হাত দিতে পারছেন না হিরানি।
বলিউড হাঙ্গামার সাক্ষাৎকারে প্রযোজক বিধু বিনোদও জানালেন মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নির্মাণের কথা। গল্প চূড়ান্ত হলেই শুরু হবে শুটিং। আগের দুই পর্বের মতো এটি হিরানিই পরিচালনা করবেন। বিধু বিনোদ থাকবেন শুধু প্রযোজক হিসেবে।