ঢাকাই সিনেমার নতুন মুখ

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিনের সমস্যা শিল্পীসংকট। নতুন শিল্পীদের প্রতিষ্ঠাই কাটাতে পারে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের এই সংকট। সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার বেশ কয়েকজন নবাগত শিল্পী আশা দেখাচ্ছেন নতুন করে। নতুন চার নায়ক-নায়িকার সঙ্গে কথা বলে লিখেছেন শিহাব আহমেদ।

সব ধরনের চরিত্রের চ্যালেঞ্জটা নিতে চান গাজী আব্দুন নূর

বাগেরহাটের গাজী আব্দুন নূর প্রথম আলোচনায় আসেন কলকাতার সিরিয়াল ‘রাণী রাসমণি’তে অভিনয় করে। তাঁর অভিনীত রাজচন্দ্র চরিত্রটি বাংলাদেশেও জনপ্রিয়তা পায়। তবে এ অভিনেতার স্বপ্ন ছিল নিজের দেশে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া। গাজী আব্দুন নূরের ঢালিউডে পথচলা শুরু হয় ২০২১ সালে নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ সিনেমা দিয়ে। করোনার কারণে সিনেমাটি তেমন আলোচনা তৈরি করতে পারেনি। ৩ নভেম্বর মুক্তি পেয়েছে গাজী আব্দুন নূরের ‘অসম্ভব’। অরুণা বিশ্বাসের পরিচালনায় এ সিনেমায় নূরের অভিনয় প্রশংসিত হয়েছে। গাজী আব্দুন নূর বলেন, ‘আশা ছিল অসম্ভব সিনেমাটি দর্শকপ্রিয় হবে। এ সিনেমায় অভিনয়ের অনেক সুযোগ ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারিনি সিনেমাটি। তবে যাঁরাই দেখেছেন, প্রশংসা করেছেন। আমাকে নিয়ে দর্শকের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেটা ধরে রাখার চেষ্টা করব।’

দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে গাজী আব্দুন নূরের। একটি শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’, অন্যটি আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জোৎস্নায়’। শেষের দিকে আছে সারোয়ার তামিজ উদ্দিনের ‘ভাষার জন্য মমতাজ’ সিনেমার শুটিং। এ ছাড়া কথা চলছে আরও এক সিনেমার। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে গাজী আব্দুন নূর বলেন, ‘একই ধরনের চরিত্র নয়, নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রের চ্যালেঞ্জটা নিতে চাই। আর প্রত্যাশা করি সামনে যে সিনেমাগুলো মুক্তি পাবে, সেগুলো যেন নির্বিঘ্নে দর্শকের কাছে পৌঁছায়।’

সিনেমাতেই প্রতিষ্ঠা চান সায়মা স্মৃতি

১০ নভেম্বর আরিফুর জামান আরিফের ‘যন্ত্রণা’ দিয়ে অভিষেক হয়েছে সায়মা স্মৃতির। মডেল হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু করা সায়মা স্মৃতি প্রতিষ্ঠা চান সিনেমাতে। অভিনেত্রী বলেন, ‘মুক্তির তারিখ ঘোষণার পর থেকে অপেক্ষায় ছিলাম বড় পর্দায় নিজেকে দেখার জন্য। প্রথমবার যখন সিনেমাটি দেখলাম, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। নার্ভাসনেসও কাজ করছিল। দর্শক আমাকে কীভাবে নেয় আর বড় পর্দায় আমাকে দেখতে কেমন লাগে, এটা ভেবে। সিনেমা দেখে মনে হলো আমাকে ভালো লেগেছে। দর্শকের কাছ থেকেও দারুণ সাড়া পেয়েছি।’

যন্ত্রণা মুক্তির আগেই সায়মা স্মৃতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। তিনি বলেন, ‘ইতিমধ্যে এম কে জামানের “হাওর কন্যা” সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ মাসেই শুটিং শুরু হওয়ার কথা আছে। আরও কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে। চেষ্টা করব দর্শকের ভালোবাসা নিয়ে সিনেমায় টিকে থাকতে।’

কাজের মাধ্যমে দর্শকের কাছাকাছি থাকতে চান ঋতু

রাইসুল ইসলাম অনিকের ‘ইতি চিত্রা’ সিনেমা দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান জান্নাতুল ফেরদৌস ঋতু। গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগে খুবই নার্ভাস ছিলেন ঋতু। সেই নার্ভাসনেস ফুটে উঠেছিল সংবাদ সম্মেলনে। জানিয়েছেন, এত ক্যামেরার সামনে কখনো কথা বলেননি তিনি। তবে পর্দায় একেবারেই তাঁকে নার্ভাস মনে হয়নি। নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের গল্পের এ সিনেমায় সাবলীল অভিনয়ে নজর কেড়েছেন তিনি।

ইতি চিত্রার পর এখনো নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি ঋতু। নতুন কাজের খবর জানাতে না পারলেও নতুন এ অভিনেত্রী জানালেন নিয়মিত কাজ করতে চান পর্দায়। কাজ দিয়ে থাকতে চান দর্শকের কাছাকাছি। ঋতু বলেন, ‘সিনেমা মুক্তির আগে দুশ্চিন্তা হচ্ছিল অনেক। মুক্তির পর অনেকেই বলেছেন, প্রথম সিনেমা হিসেবে ভালো করেছি। দর্শকের এই ভালো লাগাটা ধরে রাখার চেষ্টা করব। সিনেমা কিংবা ওটিটি—সব মাধ্যমেই কাজ করতে চাই। কাজ দিয়ে দর্শকের কাছাকাছি থাকতে চাই।’

দর্শকের কথা মাথায় রেখে পরিকল্পনা করছেন ইভন  

নাট্যদল দৃষ্টিপাতের হাত ধরে ইভনের অভিনয়ের পথচলা শুরু। সিনেমায় প্রথম কাজ করেছিলেন ২০১৬ সালে, আহসান সরোয়ারের ‘রং ঢং’-এ। নানা জটিলতায় এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি। এরপর অভিনয় করেছিলেন ‘একটি না বলা গল্প’ সিনেমায়। তবে নায়ক হিসেবে তাঁর প্রথম অভিনয় ইতি চিত্রা সিনেমায়। এরপর এ মাসের শুরুতে মুক্তি পেয়েছে ইভনের ‘মেঘের কপাট’। দুটি সিনেমা দিয়েই দর্শকের সাড়া পেয়েছেন বলে জানান ইভন। সামনেও কাজ করতে চান দর্শকের কথা মাথায় রেখে। ইতি চিত্রা ও মেঘের কপাট মুক্তির পর নতুন কাজের ব্যাপারে খুব সতর্ক এই অভিনেতা।

ইভন বলেন, ‘অভিনয়ের সঙ্গে থাকতে চাই। তবে এখন একটু সতর্কভাবে এগোচ্ছি। যখন অনেক দর্শক কানেক্ট করে ফেলে তখন দায়িত্বটা বেড়ে যায়। এই সময়ে যদি হিসাব করে কাজ করতে না পারি, তাহলে নিজের জায়গাটা নিজেই নষ্ট করার মতো হবে। দর্শকের কথা মাথায় রেখে চিন্তাভাবনা করে পরিকল্পনা করছি।’

নতুন আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইভন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে কিছু বলতে চাইলেন না। শুধু জানালেন আগামী ডিসেম্বরে শুরু হবে নতুন এক সিনেমার শুটিং। বড় পর্দার পাশাপাশি ইভন কাজ করছেন ওটিটিতেও। সেখানেও যুক্ত হচ্ছেন নতুন নতুন কাজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + two =