যুদ্ধ বিরতির পর গাজায় সহযোগিতা ‘জোরদারে’ ইইউ প্রধানের নির্দেশ

ব্রাসেলস, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর তিনি তার ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

‘ইউরোপীয় কমিশন গাজায় মানবিক যুদ্ধবিরতিটি ব্যবহার করে সর্বাত্মক মানবিক সহায়তা জোরদারের চেষ্টা করবে।’ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আন্তরিকভাবে চুক্তিকে স্বাগত জানাই’।

এদিকে এর আগে গাজায় ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল এবং হামাস চার দিনের মানবিক বিরতিতে একটি চুক্তিতে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তিতে ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় বর্তমানে বন্দী ৫০ জন বেসামরিক নারী ও শিশুর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি বাস্তবায়নের পরবর্তী পর্যায়ে বন্দী মুক্তির সংখ্যা বাড়ানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − seven =