শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া

কলম্বো, ৪ জানুয়ারি ২০২৪ (বাসস/এএফপি): ওয়ানডে ও টি-টোয়েন্টির পর নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষনা করলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দিমুথ করুনারত্নের জায়গায় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। শ্রীলংকার ১৮তম টেস্ট অধিনায়ক হলেন তিনি।

আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে- কুশল মেন্ডিস এবং হাসারাঙ্গা ডি সিলভার নাম ঘোষনা করেছিলো শ্রীলংকা। এই প্রথম তিন ফরম্যাটে আলাদা-আলাদা অধিনায়ক নির্বাচিত করলো শ্রীলংকা।

কলম্বোতে সাংবাদিকদের শ্রীলংকার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বলেন, ‘তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকলে আমি খুশি করতাম। কিন্তু এই মুর্হূতে আমরা এটি করতে পারছি না।’

থারাঙ্গা জানিয়েছেন, ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মেন্ডিসের উপর দায়িত্ব রাখার পরিকল্পনা আছে শ্রীলংকার।

ইনজুরির কারনে দাসুন শানাকা সরে যাওয়ায় শেষ মুর্হূতে অধিনায়কত্ব পেয়েছেন মেন্ডিস। থারাঙ্গা জানান, গেল দুই বছরের পারফরমেন্সের ভিত্তিতে শানাকাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন হাসারাঙ্গা।

আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষনা করেছে শ্রীলংকা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লংকানরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্ট খেলবে শ্রীলংকা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলংকা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুসমন্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, জেফ্রি ভান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া ও হাসারাঙ্গা ডি সিলভা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + twenty =