তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম সিনেমা ‘প্রেম কাহন’। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি। তখন এর নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়িকা সিমলা এবং কিশোর অভিনেতা মামুন। সম্প্রতি এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দেখেছে এবং মুক্তির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নানা টানাপোড়েন শেষে সিনেমাটি শেষ হয় এবং সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা এটি দেখে সন্তুষ্ট নন। তাই সিনেমাটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।জানা গেছে, এই সিনেমার কিছু বিষয় নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। এর গল্পে লাশের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম, এবং মাত্রাতিরিক্ত গালাগালি রয়েছে। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয় বলে মনে করেন সেন্সর বোর্ডের সদস্যরা। তাই নিষিদ্ধের সিদ্ধান্ত।
এদিকে সিনেমাটির নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘এখনো বোর্ডের চিঠি পাইনি। তবে আন-অফিসিয়ালি খবরটি শুনেছি। আমার সিনেমায় কোনো অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল, তাও মিউট করে দিয়েছি। এরপরও তারা আপত্তি তুলেছেন।’
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তবে আপিল করবেন না আনুশ। তিনি বলেন, ‘তার যেই সংশোধন করতে বলেছেন, সেটা করলে গল্প থাকবে না। তাই আপিল করব না।’প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে থাকলেও সেটা আর পারছেন না রুবেল আনুশ। তাই বাধ্য হয়ে অনালাইনেই সিনেমাটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন এ নির্মাতা।
ঢাকা পোস্ট