শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নিলে বাকি ছিল জাতীয় পার্টির ১১ এমপি শপথ। বুধবার দুপুর ১২টায় তাদের শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে তাদের শপথের কাগজে সই করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদ সদস্যদের রেজিস্ট্রারে সই করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে সই করেন। এর আগে বেলা ১১টায় শপথ নেন স্বতন্ত্র ৬২ জন নির্বাচিত প্রার্থী। বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। তার আগে সকাল ১০টায় শপথ নেন আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য। শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

একাত্তর টিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven − four =