আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রোববার থেকে শুরু হতে যাচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এদিকে শেষ মুহূর্তে স্টল নির্মাণ সম্পন্ন করতে সকাল থেকে রাত অবধি কর্মব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।

প্রধানমন্ত্রীর আগমনন উপলক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন করতে জন্য কাজ করে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মেলা কর্তৃপক্ষ। মেলা চলাকালীন যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।

এবার মেলার সরকারের উন্নয়নমূলক চিত্র ফুটিয়ে তুলে ধরতে বঙ্গবন্ধু টানেলের আদলে নির্মাণ করা হয়েছে প্রধান প্রবেশদ্বার। পাশাপাশি থাকতে রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র, মেট্রোরেল, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন চিত্র। মেলায় এবার বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আদলে। মেলায় ১০ ক্যাটাগরিতে থাকছে ৩৫০টি স্টল। থাকছে ১২টি দেশের অংশগ্রহণে বিভিন্ন ধরনের স্টল।

এবছর মেলায় আগত শিশুদের জন্য থাকতে এটি অত্যাধুনিক শিশু পার্ক। মেলায় সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। রাজধানী প্রবেশদ্বার কুড়িল থেকে বাণিজ্য মেলায় আসা-যাওয়ার জন্য শেখ হাসিনা সরণি সড়কটি পুরোপুরি খুলে দেওয়ায় রাজধানীসহ আশেপাশের দর্শনার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এবারের মেলায়।

এবছর মেলায় বড়দের প্রবেশের টিকেটের মূল্যে নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, শিশুদের জন্য টিকেটের মূল্যে ২০-২৫ টাকা। প্রতিদিন মেলা খোলা রাখা হবে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিন খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 4 =