বিয়ে করছেন তাপসী পান্নু, বর খেলোয়াড়

কয়েক দিন আগেই বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। এর মাঝেই বলিউডে আবার বিয়ের সানাই বাজছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেত্রী তাপসী পান্নু বিয়ে করতে চলেছেন। অলিম্পিক পদকজয়ী সাবেক শাটলার ও ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ডেনমার্কের ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ১০ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

মার্চের শেষে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা তাপসী-ম্যাথিয়াসের। ডেস্টিনেশন ওয়েডিং-সারবেন তাঁরা। প্রিয়াঙ্কা, ক্যাটরিনাদের মতো তাপসীও রাজস্থানেই কনে সাজবেন। উদয়পুরে বসবে বিয়ের আসর। তাপসী শিখ পরিবারের মেয়ে, অন্যদিকে তাঁর হবু বর ক্যাথলিক। এনডিটিভির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিখ ও খ্রিষ্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

অনেক বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

উল্লেখ্য, ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অনেক রেকর্ড গড়েছেন এই শাটলার। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রূপ্য পদক জিতেছিলেন তিনি। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসেবে যোগ দেন তিনি।

এদিকে তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘ডানকি’ সিনেমায়। আপাতত অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’-র শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 4 =