গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল শাকিব খানের ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এ সিনেমায় নতুন এক শাকিবকে আবিষ্কার করেন দর্শক। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান। বছর না ঘুরতেই নতুন সিনেমা নিয়ে আবার দর্শকের সামনে আসছেন এ ত্রয়ী। এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁদের নতুন সিনেমা ‘রাজকুমার’। গতকাল রাজধানীর একটি ক্লাবে সিনেমাটি ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমার পর রোজার ঈদে রাজকুমার নিয়ে আসছি আমরা। শুধু বাংলাদেশে নয়, একসঙ্গে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা চলছে। এবার আরও গোছানো একটি কাজ নিয়ে আসছি। শুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন—সব ক্ষেত্রেই সেটা দেখতে পাবেন দর্শক। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে আসবে সিনেমার গান, টিজার ও ট্রেলার।’
শাকিব খান বলেন, ‘প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী আমাদের সিনেমা নিয়ে ভাইব সৃষ্টি হয়েছিল। সেটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে রাজকুমার। একটি ভালো সিনেমা নির্মাণ করতে যা প্রয়োজন তার সব করা হয়েছে। এই জন্য প্রযোজক আরশাদ আদনানকে ধন্যবাদ দিতে চাই। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমার বিশ্বাস, রাজকুমার সিনেমাটি প্রত্যেক বাঙালিকে গর্বিত করবে। দেখার পর সবাই বুঝতে পারবেন, আমাদের দেশেও এমন ভালো মানের সিনেমা নির্মাণ হয়। সবাই বলতে পারবেন আমরাও বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে পারি। আমার বিশ্বাস, এই সিনেমা অনেক রেকর্ড গড়বে। বিশ্বময় রাজকুমারের জয়জয়কার হবে। বাংলা সিনেমা নিয়ে যে স্বপ্নটা অনেক আগেই আমি দেখেছিলাম।’
প্রযোজক আরশাদ আদনান জানান, শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে রাজকুমারের ট্রেলার। আরশাদ আদনান বলেন, ‘দুবাইয়ের বুর্জ খলিফায় ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে রাজকুমার সিনেমার ট্রেলার দেখানো হবে। ইতিমধ্যে আমাদের কথাবার্তা হয়েছে। আশা করি, আগামীকালের (আজ) মধ্যে সব কনফারমেশন পেয়ে যাব।’
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। প্রিয়তমার মতো এ সিনেমাতেও শাকিবের নায়িকা নেওয়া হয়েছে দেশের বাইরে থেকে। অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কোফি। আরও আছেন তারিক আনাম খান, দিলারা জামান, এজাজুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে হয়েছে সিনেমার শুটিং।