বিমান পরিচালনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘ফ্লাই ঢাকা’। শীঘ্রই নতুন ATR 72-600 এর সাথে দেশীয় সেক্টরে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) ‘ফ্লাই ঢাকা’ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার শুরু করার জন্য ‘ফ্লাই ঢাকা’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটিআর৭২-৬০০টার্বোপ্রপ এয়ারক্রাফট নির্বাচন করেছে। তবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের জন্য আনা হবে বোয়িং ৭৩৭। এয়ারলাইন্সটির এক বছর পর আর্ন্তজাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাতে কোন বিলম্ব না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।