মে মাসেই উন্মোচিত হতে পারে অ্যাপলের আইপ্যাড প্রো

অ্যাপলের বিদেশি সরবরাহকারীরা কোম্পানির নতুন আইপ্যাড মডেলের উৎপাদন বাড়িয়েছে। মে মাসের প্রথম দিকেই সম্ভবত এগুলো উন্মোচন করার পরিকল্পনা করছে এ টেক জায়ান্ট। সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতিতে এ তথ্য উঠে এসেছে ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে।

মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই নতুন আইপ্যাড উন্মোচনের প্রাথমিক পরিকল্পনা ছিল অ্যাপলের। তবে, ডিভাইসের সফটওয়্যার নিয়ে কোম্পানিটি এখনো কাজ করছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। নতুন আইপ্যাড প্রো মডেলগুলোয় অ্যাপলের সর্বশেষ ‘এম৩’ চিপ থাকবে। এ ছাড়া, ম্যাজিক কিবোর্ড ও নতুন ডিজাইনের অ্যাপল পেন্সিলও থাকবে এতে।

২০১৮ সালের পর, এ আপডেটটি আইপ্যাড লাইনআপে অ্যাপলের প্রথম ‘ওভারহল’ বা বড় পরিবর্তন হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এ ছাড়াও, আইপ্যাড এয়ারে নতুন একটি প্রসেসর আসছে। পাশাপাশি ১২দশমিক ৯ ইঞ্চির স্ক্রিন সাইজ পেতে যাচ্ছে ডিভাইসটি। এ প্রসঙ্গে অ্যাপলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি বলে লিখেছে রয়টার্স।

কোম্পানিটি এআই অংশীদারিত্ব নিয়ে আলোচনায় রয়েছে ও আইওএসের উল্লেখযোগ্য সিস্টেম আপডেট নিয়ে কাজ করছে, এমন খবরের মাঝেই আইফোন নির্মাতা জানিয়েছে, জুনের ১০ থেকে ১৪ তারিখে নিজস্ব টেক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =