ইসরায়েলে ২শ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: ইসরায়েলী সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র রোববার বলেছেন, ইরান ইসরায়েল অভিমুখে ২শ টিরও বেশি ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাদের এই ধরনের আক্রমণ ‘অব্যাহত রয়েছে’। খবর এএফপি’র।

রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সরকার ২শ টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক ছুড়েছে।’ তিনি বলেন, হামলায় একটি মেয়ে আহত হয়েছে।

পৃথক এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপণযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেসবের বেশিরভাগই ইসরায়েলে প্রবেশের আগেই ঠেকিয়ে দেওয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান বর্তমানে দেশটির আকাশসীমার দিকে আসা ‘সব ধরনের হামলার হুমকি’ ঠেকাতে কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − eight =