টি ২০ তেও অস্ট্রেলিয়ার জয়যাত্রা অব্যাহত

সালেক সুফী

টি ২০ বিশ্বকাপে গ্রীন এন্ড গোল্ড ক্যাঙ্গারু বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। গত শনিবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সম্পূর্ণ পেশাদারি নৈপুণ্যে ৩৬ রানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। সবাই জানা যে টুর্নামেন্ট যতো গভীর হয় অস্ট্রেলিয়া ততই দুধর্ষ হয়ে ওঠে। ম্যাচে প্রথম ব্যাটিং করে নিধারিত ২০ ওভারে ২০১/৭ করে ক্যাঙ্গারু বাহিনী কাজের কাজটি করে ফেলে। টপ অর্ডারে ট্রাভিস হেড (৩৪), ডেভিড ওয়ার্নার (৩৯) ,মিচেল মার্শ (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল (২৮) এবং মার্কস স্টোনিস (৩০) সবাই দলের স্কোরে অবদান রাখায় দলের পক্ষে প্রতিদ্বন্দিতাপূর্ণ স্কোর গড়তে অসুবিধা হয়নি। ইংল্যান্ড খারাপ বোলিং করেছে এমনটি নয়। নিয়মিত উইকেট তুলে নিয়েও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার স্কোরকে সীমিত করতে পারেনি।

অস্ট্রেলিয়ার বিচক্ষণ এবং বাহারি বোলিং, তুখোড় ফিল্ডিং মোকাবিলা করে ২০২ টার্গেট ছুতে হলে প্রয়োজন ছিল টপ অর্ডার জলে ওঠা। কিন্তু ইংল্যান্ড তা পারেনি।  তাফিল সল্ট (৩৭) এবং জস বাটলার (৪২) করে উড়ন্ত সূচনা দিলেও তা ধরে রাখতে পারেনি। হার না মানা অস্ট্রেলিয়ানরা ওপেনিং জুটিকে ফিরিয়ে দেয়ার পর উইকেট অনুযায়ী কার্যকরী বোলিং এবং স্বভাব সুলভ ক্যাঙ্গারু ক্ষিপ্রতার ফিল্ডিং করে ইংল্যান্ড লায়ন্সদের পায়ে শেকল পরিয়ে রাখে। হ্যাজেলউড (১/২৮), কামিন্স (২/২৩) , স্টোনিস  ১/২৪) কিপ্টে বোলিং করে চাপ সৃষ্টি করে। জামপা মোক্ষম সময়ে আঘাত হেনে অস্ট্রেলিয়ার বিজয় তরান্নিত করে। মাঝপথে গতি হারানো ইংল্যান্ড ২০ ওভার শেষে করতে পারে ৬ উইকেটে ১৬৫ রান। ব্যাবধান ৩৬ রানের। পর পর দুই ম্যাচ জয়ে গ্রুপ বিতে ধরা ছোয়ার বাইরে এখন অস্ট্রেলিয়া।  বৃষ্টি স্নাত প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে ইংল্যান্ডের পয়েন্টস এখন দুই ম্যাচে এক। শেষ দুই খেলায় নামিবিয়া এবং ওমানের বিরুদ্ধে বড় জয় না পেলে ইংল্যান্ড হয়তো প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + nine =