চার বছর পরে শো শুরু করছে অর্থহীন

সম্প্রতি ঢাকা রক ফেস্ট ২.০-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান অর্থহীনের লিড ভোকালিস্ট সাইদুস খালিদ সুমন।পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় দেশের জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীনের শো থেকে বিরত ছিলেন লিড ভোকালিস্ট সাইদুস খালিদ সুমন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে আবার গানের জগতে ফিরছেন তিনি।আজ ২৩ ডিসেম্বর স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ঢাকা রক ফেস্ট ২.০।

দিনব্যাপী এ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ১৫টি ব্যান্ড দল। এর মধ্যে রয়েছে- ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো।

অর্থহীনের এর প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এ ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’ প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিলে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সব অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে।

এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ প্রকাশিত হয় ২০১৬ সালে। মূলত রক ব্যান্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − nine =