সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন কোটা-বিরোধী আন্দোলনকারীরা। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন তিন সাংবাদিক।
আহত তিন সাংবাদিকই সময় টেলিভিশনের। এরা হলেন – জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম এবং দুই ভিডিও সাংবাদিক সুমন সরকার ও সামসুল হক প্রিন্স।
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও শাহবাগ অবরোধ করেছে কোটা-বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার পর মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা।
শাহবাগে পুলিশের বাধা ডিঙিয়ে এগোতে থাকেন তারা। এসব পুলিশের আর্মার্ড পারসোনেল ক্যারিয়ায়ের (এপিসি) উপর ওঠে পড়েন অনেকে। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন।
আন্দোলনকারীদের অবরোধ মিছিলের কর্মসূচি কাভার করতে শাহবাগে উপস্থিত হন সময় টিভির প্রতিবেদক তামিমসহ দুই ভিডিও সাংবাদিক। এ সময় তামিমের ওপর চড়াও হন কোটা-বিরোধীরা। তাকে বেধড়ক মারপিট করেন তারা। রেহাই পাননি ভিডিও সাংবাদিকরাও। আহত হন তিনজনই। পরে পুলিশ ও সহকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন।