সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

চিত্রনায়ক-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোটভাই চিত্রনায়ক রুবেল।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল। রুবেল বলেন, ‌‌‘কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন তিনি (সোহেল রানা)। এরপর আরও অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে।’

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো হিসেবে খ্যাত সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × one =