ব্যর্থতা পেরিয়ে সাফল্যের পথে

বছরটা বেশ ভালোই কাটাচ্ছেন কৃতি শ্যানন। তিন বিমানবালার গল্পে তৈরি ‘ক্রু’ ও রোমান্টিক কমেডি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ দিয়ে সাফল্য পেয়েছেন অভিনেত্রী। তবে গত বছরটা মোটেই ভালো যায়নি কৃতির। একের পর এক ব্যর্থতার ধাক্কায় খাদের প্রান্তে পৌঁছে গিয়েছিল তাঁর ক্যারিয়ার। ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’—২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর তিন সিনেমার কোনোটিই লগ্নি তুলতে পারেনি। এর মধ্যে কৃতির সবচেয়ে বেশি আশা ছিল আদিপুরুষ নিয়ে। এতে প্রভাস অভিনয় করেন রামের ভূমিকায়, আর কৃতি ছিলেন সীতার চরিত্রে। আদিপুরুষের ব্যর্থতার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

সিনেমাটি শুধু বক্স অফিসে ব্যর্থ হয়েছে, তা নয়। নিম্নমানের ভিএফএক্স ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ব্যাপক সমালোচিত হয় আদিপুরুষ; যার প্রভাব পড়ে সিনেমা হলে। অথচ কৃতি ভেবেছিলেন, পৌরাণিক গল্পের সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাঁর ক্যারিয়ারও নতুন গতিপথ খুঁজে পাবে। উল্টো কৃতির ক্যারিয়ারের সেরা ফ্লপের তালিকায় নিক্ষিপ্ত হয়েছে আদিপুরুষ। এটি ব্যর্থ হওয়ার পর কেঁদেছিলেন কৃতি। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব দুঃখ পেয়েছিলাম, কাঁদতাম, আর সব সময় ভাবতাম, কোথায় ভুল হলো!’

সমালোচনার বিষয়ে কৃতি বলেন, ‘প্রতিটি প্রজেক্টেই নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা সবাই চেষ্টা করেন ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। তবে বাস্তবতা হলো, সব সময় পরিস্থিতি অনুকূলে থাকে না। দর্শকের মন জয় করা সম্ভব হয় না সব সময়। আমাদের এসব দুঃসময় থেকে শিক্ষা নিতে হয়।’ কৃতি জানান, তিনি গঠনমূলক সমালোচনাকে সব সময় গুরুত্ব দেন। তবে এমন সমালোচনায় গুরুত্ব দিতে চান না, যেখানে অন্যকে আঘাত করা ছাড়া ভালো উদ্দেশ্য থাকে না।

কৃতি কথা বলেছেন প্রেমের গুঞ্জন নিয়েও। গত মাসে নিজের জন্মদিন পালন করতে পরিবার ও বন্ধুদের নিয়ে গিয়েছিলেন গ্রিসে। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী কবির বাহিয়ার। একসঙ্গে দুজনকে ফ্রেমবন্দী করে পাপারাজ্জিরা। ছবিগুলো প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন। বিষয়টি অস্বীকার করে কৃতি বলেন, ‘যেকোনো মিথ্যা তথ্য যখন প্রকাশ পায়, বিষয়টি শুধু আমাকেই বিব্রত করে না, আমার পরিবারের লোকজনও হতাশ হন। আর প্রেম কিংবা বিয়ের গুঞ্জন তো ছড়াতে সময় লাগে না। সোশ্যাল মিডিয়ায় সবাই এখন যা ইচ্ছা বলে দেয়। তবে সবারই মনে রাখা উচিত, যাকে নিয়ে এসব বলা হচ্ছে, তিনিও একজন মানুষ। তারও খারাপ লাগতে পারে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + seven =