১৯ আগস্ট ছিল নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের ৩১তম প্রয়াণ দিবস। প্রখ্যাত নাট্যব্যক্তিত্বকে স্মরণ করতে ঢাকার নাট্যদল এথিক মঞ্চস্থ করবে কালজয়ী নাটক ‘হাঁড়ি ফাটিবে’। ২৪ আগস্ট বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির ৮৩তম প্রদর্শনী।
২০১০ সালে উৎপল দত্তের হাঁড়ি ফাটিবে নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। আর তাই উৎপল দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, অপ্সরা, সুকর্ণ হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, উর্মি আহমেদ, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, আবীর বাবু ও মিন্টু সরদার। আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ। সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।
এথিকের হাঁড়ি ফাটিবে নাটকের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পর ঢাকায় শুরু হচ্ছে মঞ্চনাটকের প্রদর্শনী। ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন সবকিছু মিলিয়ে এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে মঞ্চনাটকের প্রদর্শনী।