জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় একদিকে আছে বিদ্রোহের দাবানল, অন্যদিকে প্রেম। সংগীতে সৃষ্টি করেছিলেন অনন্য ধারা। এখনো কবির লেখা গানগুলোর আবেদন হারিয়ে যায়নি এতটুকু। তাঁর লেখা গল্প অবলম্বনে কাজ করছে দেশের নাট্যদলগুলো। আজ কবির ৪৮তম প্রয়াণ দিবস। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতিতে নাটক প্রদর্শনী করবে দেশ নাট্যদল। ২৮ ও ২৯ আগস্ট ‘পাবলিসিটি’ ও ‘অগ্নিগিরি’ নামের দুটি নাটক মঞ্চায়ন করবে দলটি।
কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে পাবলিসিটি নাটকের নাট্যরূপ দিয়েছেন এন এইচ বাদল। নির্দেশনাও দিয়েছেন তিনি। ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। এটি দলটির ১২তম প্রযোজনা।
২৯ আগস্ট একই স্থান ও সময়ে প্রদর্শিত হবে অগ্নিগিরি। কাজী নজরুল ইসলামের ছোটগল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রাস্না হিমেল। নির্দেশনা দিয়েছেন এন এইচ বাদল। এটি দেশ নাট্যদলের ১৩তম প্রযোজনা।
দুটি নাটকের প্রদর্শনীর আগে বিদ্রোহী: দ্য নজরুল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। বিকেল ৫টায় শুরু হবে এই আয়োজন।