বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন

দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করা একটা সাদামাটা ছেলে আজ বিশ্বজুড়ে তোলপাড় করে সেরাদের সেরার কাতারে। বড্ড সাধারন এক পরিবার থেকে উঠে আসা ছেলেটি ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনার ফৌজি, সার্কাসের মত টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কারেন বোদ্ধাদের। তখনও হয়তো কেউ জানতো না, ভারত পেতে যাচ্ছে তার সর্বকালের সেরা এক রত্ন। যে রত্নের নাম শাহরুখ খান।

টিভিতে নজর কারার পর এবার যাত্রা মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের। অনেক কাঠখড় পুড়িয়ে ১৯৯২ সালে ‘দিল আশনা হ্যায়’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয়। হেমা মালিনির পরিচালনায় প্রথম সুযোগটা কাজেও লাগান শাহরুখ। তবে এটি মুক্তির আগেই তার অভিনীত ‘দিওয়ানা’ মুক্তি পেয়ে যায়।

যে সিনেমা তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ‘চমৎকার’, ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’-এর মত মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র পরিচিত এনে দেয়। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে শুরু হয় দ্বিগ্নীজয় যাত্রা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কয়লা’, ‘পারদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’-এর মত চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের কাছে পান বলিউড বাদশাহ’র খেতাব।

আজ সেই বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আজ বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটার জন্মদিন, যিনি অভিনয়ের জন্য নিজেকে বিলিয়ে যাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে।

শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা রাখলেন বলিউডের ‘বাদশা’। প্রতি বছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। কারও হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন।

অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা গ্রহণ করতে তাদের কাছাকাছি এসেছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীদের কড়াকড়িও ছিল মান্নাতের বাইরে। তবে ভক্তদের নিরাশ করেননি শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও ভক্তদের সঙ্গে কাটিয়েছেন সময়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, এ বছর শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিউডের নামজাদা তারকারা। থাকতে পারেন হলিউড থেকে তারকাবৃন্দও। মান্নাতেই হবে সেই বিশেষ পার্টি। তার আগেই আলোর ঝলকানিতে সেজে উঠেছে শাহরুখের বাংলো। মান্নাতজুড়ে তাই খুশির আমেজ। বোঝাই যাচ্ছে, বেশ রাজকীয়ভাবেই পালিত হতে চলেছে শাহরুখের জন্মদিন।

ক্যারিয়ারের উত্থান পতন বহুবার গেছে শাহরুখ খানের জীবনে। তবে গত এক দশকে ভয়াবহ দুঃসময় কাটিয়েছেন এই অভিনেতা। একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ায় ৪ বছর ছিলেন পর্দার আড়ালে। এরপর গত বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে প্রত্যাবর্তন করে আবারও নিজের সিংহাসন দখলে নেন শাহরুখ। ‘ডানকি’সহ ২০২৩ সালে বক্স অফিসে আড়াই হাজার কোটির বেশি আয করে নেয় তার সিনেমা। তাই এবছর জন্মদিনটা ঘটা করেই পালন করতে চলেছেন বলিউড বাদশা।

ক্যারিয়ারে ‘স্বদেশ’, ‘বীর-জারা’, ‘ডন’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’-এর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দেয়া শাহরুখ খান পেয়েছেন ১৪ বার ‘ফিল্ম ফেয়ার’ পুরস্কার। ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের ‘অদ্র দে আর্ত এ দে লেত্র’ সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি। তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। দু’হাত মেলে কোটি ভক্তকে বুকে টেনে নেয়া ভালোবাসার এক ম্যাজিকের নাম শাহরুখ খান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − four =