জলবায়ু অর্থায়নের মৌলিক শর্ত হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করা

ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত হয়ে গেল “Intergenerational Dialogue on Climate Finance: Human Rights and Justice Perspective” শীর্ষক সংলাপ, আলোচনা ও মতবিনিময় সভা।

সংলাপের স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম। সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আতিক রহমান, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-র চিফ এক্সিকিউটিভ মো. শামসুদ্দোহা প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন শিশু, কিশোর, তরুণ, উন্নয়ন কর্মী সহ কয়েক প্রজন্মের,বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন জলবায়ু সচেতন নাগরিক। 

জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্ব সংকটকে আরও তীব্রতর করছে। কার্বন নিঃসরণে অবদান কম হওয়া সত্ত্বেও বিশ্বের দক্ষিণাঞ্চলীও দেশগুলো বিশেষ করে গরীব এবং প্রান্তিক জনগোষ্ঠী এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর পাশাপাশি, নারী, শিশু এবং আদিবাসী জনগোষ্ঠী জলবায়ু সংকটের সবচেয়ে বেশি শিকার।

বাংলাদেশের মতো একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে নবায়নযোগ্য শক্তির দিকে পদক্ষেপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই ধরনের সংলাপ আয়োজন জলবায়ু পরিবর্তনের প্রভাব,ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মানবাধিকার সুরক্ষায় জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে যুব সমাজকে সচেতন করবে এবং বিভিন্ন প্রজন্ম ও বয়সের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

ব্রাইটার্সের চেয়ার ফারিহা সুলতানা অমির সঞ্চালনায় আয়োজিত এই আন্তঃপ্রজন্ম সংলাপে মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম বলেন, “এখন শুধু তরুণদের শেখানোর সময় না, আমাদেরও তরুণদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা প্রতিনিয়ত তাদের কাছ থেকে নতুন ভাবে শিখছি। সেই সাথে তরুণদের দিকনির্দেশনা দেয়ার জন্যও আমরা আছি।” তিনি আরও বলেন, “জলবায়ু অর্থায়নের মৌলিক শর্ত হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করা” 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “জলবায়ু পরিবর্তন আজকের সমস্যা, আগামীর ভয়াবহতা। আমাকে যখন যুবদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনে আমন্ত্রণ জানানো হয় আমি সবসময় তা সাদরে গ্রহণ করি কারণ আমি বিশ্বাস করি আমাদের সময় এখন যুবদের দক্ষতা উন্নয়নে কাজ করার।”

বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আতিক রহমান বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে জনগণের কথা সবসময় ফুটে ওঠে না। আমাদেরকেই জনগণের হয়ে জনগণের কথা বলতে হবে।”

ব্রাইটার্স এর ফাউন্ডার এন্ড ডিরেক্টর সমাপনী বক্তব্যে যোগ করেন, “এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন জেনারেশনের যে সংলাপ হলো, তার মাধ্যমে মানবাধিকার আর ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গি তে জলবায়ু অর্থায়ন কে দেখার নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 14 =