কাল শুরু হবে ক্রিকেট বিশ্বের দুই প্রান্তে দুই টেস্ট লড়াই

সালেক সুফী

ভারত-অস্ট্রেলিয়া, পাকিস্তান-দক্ষিণ আফ্র্রিকা বক্সিং ডে টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বর্তমান চক্রের ভাগ্য নির্ধারণ করবে। চক্রের শেষ পর্যায়ে এসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ উত্তেজনার তুঙ্গে।ফাইনালে খেলার লড়াই এখন মূলত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সীমিত হয়ে পড়েছে।দক্ষিণ এশিয়ার পাকিস্তান এবং শ্রীলংকা কিন্তু ফাইনালে প্রতিদ্বন্দ্বী দল দুটি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কাল থেকে সেঞ্চুরিয়ান পার্কে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। একই দিনে এমসিজিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট।ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজ শেষে অস্ট্রেলিয়া খেলতে যাবে শ্রীলংকায়।

চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থানে আছে। কাল থেকে শুরু হওয়া পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের অন্তত একটি জয় করলে ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। চ্যাম্পিয়নশিপ পর্বের বর্তমান পর্যায়ে এসে পাকিস্তান দারুন ভাবে ফর্ম ফিরে পাওয়া পাকিস্তান সহজে পরাজয় বরণ করবে ভাবার কোন অবকাশ নেই।

বিশেষত সাদা বলের ওডিআই ক্রিকেটে পাকিস্তান নিকট অতীতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ওদের মাঠে ধবল ধোলাই করে ইতিহাস সৃষ্টি করেছে। দেশের মাটিতে অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের কাছে টেস্ট ক্রিকেটে ধবল ধোলাই হবার পর শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ওদের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছুড়ে ফেলে দিয়েছে। তবে লাল বলের ক্রিকেটে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ওদের মাটিতে হারানো ততটা সহজ হবে না পাকিস্তানের। সিরিজের দুটি ম্যাচ বিস্তারিত লিখবো।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড:

টনি ডে জর্জি, এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্তাৱস, টেম্বা বাভুমা , ডেভিড বেডিংটন, কাইল ভেরিন, মার্কো জেনসেন, কাগিসো রাবাদা, ডান প্যাটারসন এবং কেভিন বচ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড :

শান মাসুদ, সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, আমের জামাল, সালমান আগা, কামরান গোলাম, খুররাম সাজ্জাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ এবং নোমান আলী।

অন্যদিকে আইকনিক এমসিজিতে ৯০,০০০ ক্রিকেট ভক্তের উপস্থিতিতে কাল শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের বাঁচা মরার লড়াই। ভারত হেরে গেলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ওদের ছিটকে পড়া। অস্ট্রেলিয়া এই টেস্ট হারলেও সিডনি টেস্ট জিতে এবং এর পর শ্রীলংকা সফরে সিরিজের ম্যাচগুলো জিতে ফাইনাল খেলার সুযোগ পাবে। এমসিজিতে বক্সিং ডে টেস্ট সেয়ানে সেয়ানে লড়াই হবে।

সিরিজের প্রথম টেস্টে ভারত পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জাগানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এডিলেড দিন রাত্রির পিঙ্ক বল টেস্টে সিরিজে সমতা আনে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টে সুবিধাজনক অবস্থায় থেকেও বৃষ্টির কারণে টেস্ট জয় করতে পারে নি অস্ট্রেলিয়া। এমসিজিতে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা কম। প্রায় সমান শক্তির দুই দলের বোলাররা টেস্ট এবং সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।

ভারতের বিশ্বসেরা পেসার জাসপ্রিত বুমরাকে খেলতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। একমাত্র ট্রাভিস হেড ছাড়া অন্য কেউ স্বস্তিতে ব্যাট করছে বলা যাবে না। খাজা, মাৎসুইনি খাবি খেয়েছে। লাবুশেন নড়বড়ে। একটি ইনিংস ছাড়া ভালো খেলেনি স্মিথ, রান খরায় মিচেল মার্শ। এমসিজিতে অভিষেক হতে পারে তরুণ স্যাম কনস্টাসকে। টেস্ট ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বুমরাকে সামলাতে হবে।

ভারতের দুর্ভাগ্য মোহাম্মদ সামি টেস্ট ম্যাচে খেলতে পারছে না। কিন্তু আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ মন্দের ভালো। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানরাও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, পাট কামিন্সকে  স্বচ্ছন্দে খেলতে পারছে না। আহত হয়ে হেজেলউড ছিটকে গেলেও স্কট বোলান্ড সমান কার্যকরী। মেলবোর্ন টেস্টে যে দল ভালো ব্যাটিং করবে টেস্ট জিতবে ওরা।

ভারতের হয়ে নবীন তারকা জাসবি জয়সোয়াল একটি চোখ ধাঁধানো ইনিংস খেললেও বাকি ইনিংসগুলোতে বার্থ হয়েছে, বিরাট কোহলির ক্ষেত্রেও একই কথা বলা চলে। শুভমান গিল লড়াই করছে, প্যান্ট নিজের মূর্তির সঙ্গে যুদ্ধ করছে, রোহিত অপরিচিত পজিশনে মানিয়ে নিতে পারছে না। একমাত্র ধারাবাহিক রাহুল। তবে ব্রিসবেন টেস্টে ভালো ব্যাটিং করেছে রাভিন্দ্রা জাদেজা।

অস্ট্রেলিয়া: উসমান খাওয়াজা, স্যাম কোনটস, মার্নাস লাবুচ্যাং, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, আলেক্স কারী, পাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোলান্ড, যশ ইংলিশ, সিন এবোট, জাই রিচার্ডসন, বিউ ওয়েবস্টার।

ভারত: যশোভি জাসোয়াল, কে এল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলী, ঋষভ প্যান্ট, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুৱেল। দ্বীপ, প্র্যাডিশ কৃষ্ণা, নীতিশ রেড্ডি,জা সপ্রিত বুমরা, ওয়াশিংটন সুন্দর এবং টানুশ খতিয়ান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 9 =