সংগীতশিল্পী রফিকুল আলমের জন্মদিন আজ

বাংলাদেশের গানের ভুবনের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী মো. রফিকুল আলম। দেশের কিংবদন্তি সুরকার সত্য সাহার হাত ধরেই সিনেমার গানে তার  যাত্রা শুরু। নায়ক রাজ রাজ্জাক অভিনীত ‘অতিথি’ সিনেমায় তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একটু যদি আজ’ গানটি গেয়ে সেই সময় বেশ সুনাম কুড়িয়েছিলেন। এরপর বহু সিনেমায় তিনি গান গেয়েছেন। আধুনিক গান গেয়েও তেমনি পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। গুণী শিল্পী রফিকুল আলমের জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৪৮ সালের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।

জন্মদিন নিয়ে তেমন বিশেষ কোনো পরিকল্পনা বা উচ্ছ্বাস নেই তার। জন্মদিন এবং বাংলাদেশের গান প্রসঙ্গে মো. রফিকুল আলম বলেন, জন্মদিন এলে এমনিতে বেশ ভালো লাগে, সবাই ফোন করে, শুভেচ্ছা জানায়। একটা অন্যরকম সময় পার করি। আবার এটা ভেবেও খারাপ লাগে যে জীবন থেকে আরও একটা বছর চলে গেল। তবে সব মিলিয়ে ভালোই লাগে। দোয়া চাই সবার কাছে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন।  আর আমি এখনো তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদী. তরুণদের অনেক সম্ভাবনা রয়েছে এবং আমি বিশ্বাস করি তারা আরো ইতিবাচক পরিবর্তন আনবে।

তবে তাদের গানের সঙ্গে আরও ধৈর্য ধরতে হবে এবং তাদের নৈপুণ্যের প্রতি আরও নিবেদিত হতে হবে। তাদের সংগীতের সঙ্গে শীর্ষে আরোহণের জন্য তাড়াহুড়া করা উচিত নয়। তাড়াহুড়া করলে গান থেকে টাকা হয়তো অনেক আসে, কিন্তু সংগীত হবে না। রফিকুল আলম জানান তিনি ২৮টি ভাষায় গান গেয়েছেন। দুইশ’-এর বেশি সিনেমায় তিনি প্লে-ব্যাক করেছেন। তার নিজের কাছেই সংরক্ষিত আছে দেশাত্ববোধক, আধুনিকসহ বিভিন্ন প্রমোশনাল গান দুই হাজারেরও বেশি। তবে তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। পাননি একুশে পদক বা স্বাধীনতা পদক। তবে এই নিয়ে তার কোনোই আক্ষেপ নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =