সবুজ ঘাসে ঢাকা বাউন্সি উইকেটে জমজমাট ক্রিকেট

সালেক সুফী

সবুজ ঘাসে ঢাকা বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিং আক্রমণ মোকাবিলা করতে আবারও ব্যর্থ হয়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ ৫ম টেস্টের প্রথম দিন শেষে খেলার শেষ মুহূর্তে ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। দিনের শেষ বলে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলার এই টেস্টে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ উসমান খাজাকে ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়ার রান দাড়ায় ১/৯। উইকেট বোলারদের অনুকূলে থাকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকলেও দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভালো খেলেই দলকে এগিয়ে নিতে হবে। ভারতের সামনে টেস্ট জয় করা ছাড়া বিকল্প নেই। হেরে গেলে বর্ডার গাভাস্কার ট্রফি হারানো ছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার শেষ সম্ভাবনা টুকু হারাবে ভারত। অন্যদিকে এই টেস্ট জয় করে অস্ট্রেলিয়া সিরিজ জয় এবং টেস্ট চাম্পয়িনশীপ ফাইনাল নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি করবে না। সিরিজের এই গুরুত্বপূর্ণ টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়ে মেধাবী তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে সুযোগ দিয়েছে। অধিনায়কের দায়িত্বে আছে জাসপ্রিত বুমরা। আহত আকাশ দ্বীপের স্থানে সিরিজে প্রথম সুযোগ দেয়া হয়েছে প্র্যাডিশ কৃষ্ণকে। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফর্ম হারানো মিচেল মার্শের স্থানে অভিষেক হয়েছে তাসমানিয়ার চৌকষ খেলোয়াড় বিউ ওয়েবস্টারের।

সবুজ ঘাসের বাউন্সি উইকেটে টস জয় করে  ভারতের প্রথম ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতেই পারে। বিশেষত যখন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বিশ্বমানের পেস বোলারদের বিরুদ্ধে সিরিজ জুড়েই নড়বড়ে থেকেছে। সিডনিতে উপযোগী উইকেট পেয়ে দারুন শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই স্টার্ক রাহুল এবং বোলান্ড জাসোয়ালের উইকেট তুলে নিলে থমকে যায় ভারত। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে আউট তুলে আউট হতে পারতো।  ক্যাচটি ধরে হাতে  পারেনি স্টিভ স্মিথ।  তবে ভারসাম্যহীন অবস্থায় স্মিথ বলটি তুলে দিলে মার্নাস লেবুচাঙ লুফে নেয়। সিদ্ধান্ত মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে হস্তান্তর করে। তৃতীয় আম্পায়ার নানা এঙ্গেল থেকে রিপ্লে দেখে বেনিফিট অফ ডাউট কোহলির অনুকূলে দেন। লাঞ্চ বিরতি পর্যন্ত সতর্কতার সঙ্গে অস্ট্রেলিয়ার আগ্রাসী বোলিং মোকাবিলা করলেও বিরতির আগের বলে ধৈর্য্য হারানো গিল লায়নের বলে স্লিপে ধরা পরে। ৫৭/৩ উইকেট অবস্থানে লাঞ্চ বিরতির পর কোহলি এবং প্যান্ট ব্যাটিং শুরু করে চরম ধৈর্যের পরিচয় দিলেও একপর্যায়ে আজকের সেরা বোলার বোল্যান্ডের বলে অভিষিক্ত ওয়েবস্টারের হাতে ধরা পরে ফিরে যায় বিরাট কোহলী। ঋষভ আর রবীন্দ্র জাদেজা সতর্কতার সাথে খেলে চা বিরতি পর্যন্ত স্কোর নিয়ে যায় ১০৭/৪।  চা বিরতির পর বোলান্ড এবং স্টার্কের আগ্রাসী বোলিং সামাল দেয়া ভারতের মিডল এবং লেট্ অর্ডার তাসের ঘরের মত ভেঙে পরে। প্যান্ট (৪০) এবং জাদেজা (২৬) উইকেটে স্থিতু হয়ে দলকে স্বস্তির স্থানে নিয়ে যেতে বার্থ হলে ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত ইনিংস। বোলান্ড ৪/৩১। স্টার্ক ৩/৪৯ এবং পাট কামিন্স ২/৩৭ ছিল অস্ট্রেলিয়ার সফল বলার। ভারতের ব্যাটসম্যানরা কিন্তু এই ধরণের বোলিং সহায়ক উইকেটে ব্যাটিং করার জন্য ধৈর্য্য, কৌশল বা প্রয়োগ শক্তি দেখতে পারেনি। বিশেষত উইকেটে স্থিতু হয়েও প্যান্ট এবং জাদেজার উচিত ছিল ইনিংস বড় করা।

যাহোক দিনশেষে মাত্র ৩ ওভার বোলিং মোকাবিলা করতে হয় অস্ট্রেলিয়াকে। এরই মাঝে বোলিং সহায়ক উইকেটে উসমান খাজাকে ফিরিয়ে দিয়ে বুমরা ইঙ্গিত দেয় এই উইকেটে ভারত বোলিং মোকাবিলা করাও সহজ হবে না। কাল দ্বিতীয় দিনে ব্যাট বলের তীব্র লড়াই হবে। কোনো দল সহজে হাল ছেড়ে দিবে বলে মনে হয় না। হেরে গেলে কিন্তু ভারতের আমছালা দুটোই যাবে। প্রমান হবে অস্ট্রেলিয়া যোগ্যতর  দল হিসাবেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উন্নত হবে। সিরিজে জুড়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা রীতিমত যুদ্ধের রূপ নিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 7 =