মান্নার প্রয়াণ দিবস আজ: মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী

চিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতো। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাঁকে। এফডিসির অফিসপাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধরনা দিতে হতো। কাজ করেছেন অ্যান্টিহিরো ও পার্শ্বনায়কের চরিত্রেও। সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক। এবার মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানালেন তাঁর স্ত্রী শেলী মান্না। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা দিয়ে রুপালি জগতে আগমন হয় নায়ক মান্নার। ১৯৮৬ সালে বড় পর্দায় অভিনয় শুরু করা মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। ক্যালেন্ডারের পাতা ঘুরে আজ মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। মান্নার মৃত্যুর ১৬ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। মান্নার জীবনের শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন শেলী মান্না।

শেলী মান্না বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তাঁর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা।’

মৃত্যুর প্রায় দেড় যুগ হয়ে গেলেও মান্না আজও বেঁচে আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে। প্রতিবছরের মতো এবারও তাঁর পরিবার ও ভক্তরা দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করবে মান্নাকে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক ব্যাপার। এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া সারা দেশে তাঁর ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করে।’

কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সিনেমা প্রযোজনা করেছিলেন মান্না। মান্নার গড়া সেই প্রযোজনা প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে চান তাঁর স্ত্রী। ২০২১ সালে শুরু হয়েছিল ‘জ্যাম’ নামের সিনেমার শুটিং। তবে এখনো সিনেমাটির কাজ শেষ হয়নি। চলতি বছরেই বাকি অংশের কাজ শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন শেলী। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ‘জাত’ নামের সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন শেলী মান্না। হরিজন সম্প্রদায়ের জীবনের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন নারগিস আক্তার। সিনেমাটির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন শেলী মান্না। এখন চলছে শিল্পী চূড়ান্তের কাজ। আগামী এপ্রিলে মান্নার জন্মদিনে জাত সিনেমার মহরত করতে চান তিনি। সিনেমা নির্মাণের পাশাপাশি কৃতাঞ্জলি থেকে একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও আছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − nine =