নতুন নীতিমালা অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে: উপ-প্রেস সচিব

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। খবর বাসস।

আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আওতায় সাংবাদিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন যাচাই-বাছাই করে নতুন কার্ড ইস্যু করা হবে।’

তিনি জানান, নতুন প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত পুরোনো প্রেস কার্ড বৈধ থাকবে।

উপ প্রেস সচিব বলেন, নতুন নীতিমালা ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ডিজিটাল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা বাধ্যতামূলক, যাতে কেউ এটি জালিয়াতি করতে না পারে।

এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, প্রেস কার্ডের মেয়াদ তিন বছর হবে এবং ক্ষতিগ্রস্ত কোনো সাংবাদিক তার অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আপিল করতে পারবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 5 =