ঘূর্ণি বল জাদুতে ভারতের কিউই শিকার 

সালেক সুফী

কাল দুবাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতের চার স্পিনার বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল, রাভিন্দ্রা জাদেজা জাদুর জালে ফেলে ম্যাচ জয় করে অপরাজিত থেকে গ্রুপ শেষ করলো।  সেমি ফাইনালে একই মাঠে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিউ জিল্যান্ডের পাকিস্তান যেতে হবে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করতে। ভারত জয়ী হলে ওপর ম্যাচের বিজয়ী দলকে আবার দুবাই ফিরতে হবে ফাইনাল খেলতে।

কাল টস জয়ী হয়ে নিউ জিল্যান্ড ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল। নিজেদের নির্ধারিত ওভারে ভারত ২৪৯/৯ উইকেট মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা মূলক স্কোর গড়েছিল। ভারতের বহুমুখী স্পিন আক্রমণের মোকাবেলায় একমাত্র অভিজ্ঞ কেন উইলিয়ামস ( ৮১)  ছাড়া অন্য কেউ সুবিধা করতে পারেনি। নিউ জিল্যান্ড ইনিংস ৪৫.৩ ওভারে ২০৫ রানে গুটিয়ে গেলে ৪৪ রানের বড় ব্যাবধানে জয় পায় ভারত।

একেই বলে যে উইকেটে  বোলার প্রয়োজন (হর্সেস ফর টি কোর্সেস)। প্রমাণ হয়ে গেলো ভারত জানে দুবাই উইকেটে কোন দলের বিরুদ্ধে কিভাবে বোলিং আক্রমণ সাজাতে হবে। কাল কিন্তু ২৪৯/৯ ভারতের ইনিংস বিশাল কিছু ছিল না। ৩৫.৪ ওভারে ১৫১/৫ নিউজিল্যান্ড কিন্তু সন্তোষজনক পর্যায়ে ছিল।

কিন্তু বরুন চক্রবর্তী (৫/৪২) এবং কুলদীপ যাদব (২/৫৬) লেগ স্পিন জাদুর জালে কেন উইলিয়ামসন (৮১) এবং সান্টনার (২৮) সহ সব ব্যাটসম্যান ঝরে পড়ায় দ্রুত ব্ল্যাক ক্যাপস ইনিংস গুটিয়ে যায়। ভারত অর্জন করে কাঙ্ক্ষিত জয়। জানিনা একই মাঠে কিভাবে অস্ট্রেলিয়া জবাব দিবে কিনা ভারতের স্পিন ধাঁধাঁ।  ভারত কিন্তু সকল অস্ত্র নিয়ে প্রস্তুত মনে হচ্ছে।

কাল কিন্তু টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়ে ব্লাকক্যাপ্স বাহিনী মাট হেনরী আর কাইল জেমাইসন দুর্দান্ত পেস বোলিং দিয়ে ভারতের কাঁপুনি তুলেছিল। ৬.৫ ওভারে ৩০ রান করতেই ভারত হারিয়েছিল শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট। চতুর্থ উইকেট জুটিতে শ্রেয়াস আয়ার (৭৯) এবং আক্সার প্যাটেল (৪২) ৯৮ জুটি ভারতের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে।

উইকেটে স্পিন ধরছিল। ভারত কিন্তু স্পিন খেলতে যে কোনো দেশ থেকেই স্বস্তি পায়। চৌকষ খেলোয়াড় হার্দিক পান্ডিয়ার সময়পোযোগী ৪৫ রান ভারতকে ঘূর্ণি উইকেটে প্রতিরক্ষা করার মোট স্কোর ২৪৯/৯ করতে অবদান রাখে। শুরু থেকে দারুন বোলিং করা মাট হেনরি ৪২ রানে ৫ উইকেট নিতে ব্ল্যাক ক্যাপ্সদের জন্য বড় অবদান রাখে।

২৫০ টার্গেট বিশাল কিছু না হলেও চার জন উঁচু মানের স্পিনারদের জন্য কিন্তু খুব অপর্যাপ্ত ছিল না। ঐতিহ্যতভাবে তাসমান পাড়ের ব্যাটসম্যানরা লেগ স্পিন খেলতে অস্বস্তি বোধ করে। কাল ভারত কুলদীপ যাদবের সঙ্গে বরুন চক্রবর্তীকে একাদশে খেলিয়ে মুন্সিয়ানার পরিচয় দেয়।

ঠিক যেন ছকে আঁকা  পরিকল্পনা..ভারতীয় স্পিন জালে ধরা পড়ে কিউই পাখিরা। একমাত্র অভিজ্ঞ কেন উইলিয়ামসন  (৮১) ছাড়া আর কেউ  ভারতের চতুর্মুখী ঘূর্ণি আক্রমণের মোকাবেলা করতে পারেনি।

বরুন (৫/৪২), কুলদ্বীপ (২/৫৬), আক্সার (১/৩২) এবং জাদেজা ( ১/৩৬) ২০৫ রানে গুটিয়ে দেয় ব্ল্যাক ক্যাপসদের।  ৪৪ রানের বিশাল ব্যাবধানে জয়ী ভারত গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। জানিনা এবার সেমি ফাইনাল ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েল বীরত্ব দেখবে  কিনা। নাকি ভারত স্পিনাররা শেষ হাসি হাসবে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =