অস্কারের ৯৭তম আসরে বাজিমাত করলো আমেরিকান যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে এটি। এরমধ্যে পরিচালক শন বেকার একাই চারটি ও যৌথভাবর একটিসহ মোট চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি করে অস্কার পেয়েছে ডেনি ভিলন্যুভের ‘ডুন: পার্ট টু’, জ্যাক অঁডিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও জন এম. চু পরিচলিত ‘উইকেড’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ৩ মার্চ সকাল) পুরস্কার বিতরণ করা হয়। চলচ্চিত্রে ২০২৪ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৭তম অস্কারে ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসরে আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেন।
এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রেকর্ড গড়ে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা। বিভিন্ন বিভাগ মিলিয়ে এমিলিয়া পেরেজ ১৩টি মনোনয়ন পায়। এছাড়া ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়।
এক নজরে এবারের অস্কার বিজয়ীদের তালিকা:
সেরা ছবি: আনোরা
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন
সেরা পরিচালক: শন বেকার
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন
মৌলিক চিত্রনাট্য: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
সেরা অ্যানিমেটেড শর্টস: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
সেরা ডকুমেন্টরি ফিচার: নো অদার ল্যান্ড
সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা শর্টস লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট
বেস্ট অরিজিনাল স্কোর: ‘দ্য ব্রুটালিস্ট’
বেস্ট অরিজিনাল সং: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’
বেস্ট সাউন্ড: ডুন ২
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: ‘দ্য সাবস্টেন্স’
সেরা কস্টিউম: ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২
সেরা ফিল্ম এডিটিং: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার