অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের হারের শোধ নিলো ভারত। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি আইসিসি ইভেন্টের ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ২৬৪ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। এই স্কোর সামলানোর মতো শক্তি তাদের অনভিজ্ঞ বোলিং লাইনের ছিল না। বিরাট কোহলির দারুণ ইনিংসের পর লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে ৪ উইকেটে ম্যাচ জিতলো ভারত। ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে তারা।

রান তাড়ায় নেমে ভারত শুরুটা ভালোই করেছিল। তবে শুবমান গিল ৮ রান করে আউট হয়ে যান। অধিনায়ক রোহিত শর্মা দুইবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি। তার ক্যাচ ফেলা কনোলির বলেই বাজে শট খেলে এলবিডাব্লিউ হয়ে ফিরেন ২৮ রানে। রিভিউ নিয়েও কাজ হয়নি। এরপরই তৃতীয় উইকেটে ১১১ বলে ৯১ রানের চমৎকার জুটি গড়েন বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার। দুজনের মধ্যে কোহলি ৫৩ বলে ফিফটি তুলে নেন।

শ্রেয়স ৬২ বলে ৪৫ রান করে আউট হলে ভাঙে জুটি। অক্ষর প্যাটেলকে (২৭) বোল্ড করেন নাথান এলিস। চলতি আসরে আরও একটি সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন কিং কোহলি। তবে তাকে হতাশ করেন অ্যাডাম জাম্পা। এই স্পিনারের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৯৮ বলে ৫ চারে ৮৪ রানের ইনিংস। ভীষণ চাপে পড়ে যায় ভারত। শেষ পাঁচ ওভারে দরকার হয় ২৮ রানের।

উইকেটে ছিলেন লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া। ৩১ বলে ৩৪ রানের জুটিতে জয়ের খুব কাছে চলে যায় ভারত। জয়ের জন্য ৫ রান দূরে আউট হন ২৪ বলে ২৮ রান করা হার্দিক পান্ডিয়া। এত অবশ্য সমস্যা হয়নি। ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৩৪ বলে ৪২ রানে।

এর আগে আজ মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া।  শুরুতেই মোহাম্মদ শামির শিকার হন অজি ওপেনার কুপার কনোলি (০)। এরপর ৫০ রানের জুটি গড়েন ট্রাভিস হেড আর অধিনায়ক স্টিভেন স্মিথ। সদ্যই হাত খুলছিলেন হেড, তখনই আবির্ভাব বরুণ চক্রবর্তীর। এই রহস্য স্পিনারের প্রথম বলেই লং অফে শুবমান গিলের তালুবন্দি হন ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৩৯ রান করা হেড। ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ আর মার্নার্স লাবুশানে মিলে ৫৬ রানের আরেকটি জুটি গড়েন। তবে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার আগে লাবুশানে ২৯ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে ৬৮ বলে ফিফটি পূরণ করেন অধিনায়ক স্মিথ। একপর্যায়ে তার সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছিল, তখনই মোহাম্মদ শামির একটি লোপ্পা বলে বোল্ড হয়ে থামে তার ৯৬ বলে ৪ চার ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস।

মিডল অর্ডারে ৪৮ বলে ফিফটি করেন অ্যালেক্স ক্যারি। তবে তিনি ৫৭ বলে ৬১ রান করেই রান-আউট হয়ে যান। ৩ বল বাকি থাকতেই ২৬৪ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন বরুন চক্রবর্তী আর রবিন্দ্র জাদেজা। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল নিয়েছেন একটি করে। কেবল কুলদীপ যাদবই ৮ ওভারে ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × one =