মস্কোতে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘মাস্তুল’

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ সিনেমাটি মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। টানা চতুর্থবারের মত রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা।

উৎসবের ৪৭তম আসরে নির্বাচিত হয়েছে ‘মাস্তুল’। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ সিনেমাটি মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। সিনেমাটির ইংরেজি নাম ‘বেয়ন্ড দ্য মাস্ট’। বিজ্ঞপ্তিতে নূরুজ্জামান জানিয়েছেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৭ এপ্রিল, যা চলবে মাসের ২৪ তারিখ পর্যন্ত। বাংলাদেশের ‘মাস্তুল’ ছাড়াও প্রতিযোগিতা বিভাগে আরও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন আর্জেন্টিনা, জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের ১১টি সিনেমা।

‘মাস্তুল’ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে নির্মাতা নূরুজ্জামান বলেন, “মস্কোতে ‘মাস্তুল’ মনোনীত হওয়ার বিষয়টি আনন্দ দিচ্ছে। উৎসবের সিনেমাটি মনোনীত হওয়ার মেইল আগেই পেয়েছি, উৎসব কর্তৃপক্ষ যখন সব সিনেমার সাথে ‘মাস্তুলের’ নাম ঘোষণা করল তখন বেশ ভালো লেগেছে।” নির্মাতা নূরুজ্জামান জানিয়েছেন, উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাবেন তিনি।

গত ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। জাহাজীদের জীবনের গল্প দেখা যাবে এই সিনেমায়। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন নূরুজ্জামান নিজেই। নূরুজ্জামান বলেন, “আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছা ছিল, তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার। ‘মাস্তুলের’ মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করলাম না।”

গেল বছর সিনেমার প্রায় সব কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নূরুজ্জামান। তিনি বলেন, “দেশের বাইরে হয়েছে এই সিনেমার সাউন্ডের কাজ। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, সামনে সুবিধাজনক একটা সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।”

‘মাস্তুলে’ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত ও শিশুশিল্পী আরিফ।

‘সিনেমাকার’ এর ব্যানারে প্রযোজিত এই চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টর ‘আদিম’খ্যাত যুবরাজ শামীম এবং চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান। সিনেমাটির প্রমোশন ও ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছে টঙঘর টকিজ। ২০২৩ সালের ১৮ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নূরুজ্জামানের প্রথম চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’।

এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ মস্কো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =