ভারতের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারত সিরিজের একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। বাকি চারটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সীমিত ওভারের দুই সিরিজের লড়াই হবে আগামী অগাস্টে।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচীতে থাকা এই সিরিজের চূড়ান্ত সূচি মঙ্গলবার প্রকাশ করে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী ১৩ অগাস্ট ঢাকায় আসবে ভারতীয় দল। বিডিনিউজ২৪.কম

সফরে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সঙ্গে বাংলাদেশের মাঠের লড়াই শুরু ওয়ানডে দিয়েই। প্রথম ওয়ানডে ১৭ অগাস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ অগাস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ অগাস্ট।

এরপর টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ২০ ওভারের লড়াইয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের। প্রথম ম্যাচ ২৬ অগাস্ট চট্টগ্রামে। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ অগাস্ট।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল সবশেষ বাংলাদেশে এসেছিল ২০২২ সালে। সেবার লিটন দাসের নেতৃত্বে ওয়ানডেতে স্মরণীয় দুটি জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। পরে টেস্ট সিরিজের দুটি ম্যাচই জিতে যায় ভারত।

গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে গিয়ে অবশ্য দুই টেস্ট ও তিন ওয়ানডের সবকটিতে বাজেভাবে হেরে আসে বাংলাদেশ দল।

তবে মাঠের ক্রিকেট ও অন্যান্য অনুসঙ্গ মিলিয়ে গত এক যুগে এই দুই দেশের লড়াই দারুণ উত্তেজনা ও রোমাঞ্চের খোরাক জুগিয়েছে বারবার। ভারত-পাকিস্তান লড়াইয়ের পাশাপাশি ভারত-বাংলাদেশ লড়াইও এই অঞ্চলে আলাদা জায়গা করে নিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 4 =