সাংবাদিক সৌমিত্র দেব টিটো আর নেই

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটো মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সৌমিত্রের মরদেহ তার জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌমিত্রের মৃত্যুর খবরটি জানিয়েছেন সাংবাদিক আনহার আহমেদ সামশাদ।

সৌমিত্র দেব টিটো অনলাইন সংবাদমাধ্যম  রেডটাইমসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

সৌমিত্র দেবের ২৪টির বেশি বই প্রকাশিত হয়েছে। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনি লিখতেন তিনি। তার কবিতায় জীবন, প্রেম এবং মানবিক অবস্থার সূক্ষ্মতা ফুটে ওঠে। যা সমসাময়িক বাংলা সাহিত্যে তাকে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়। কবিতায় সাফল্যের পাশাপাশি সাংবাদিকতা জগতেও বুদ্ধিমত্তা এবং নিষ্ঠার পরিচয় রেখে গেছেন তিনি।

দেবব্রত মুখোপাধ্যায় নামে একজন সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে লিখেছেন, “সৌমিত্র দেবকে আমরা কবি বলে চিনতাম। পরে আবিষ্কার করেছি সৌমিত্রদা একজন সাংবাদিক; তার চেয়েও অনেক বেশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের এক্টিভিস্ট। সৌমিত্রদার এক্টিভিজম অবশ্যই অনেকেই পছন্দ করতেন না। কারণ, তিনি ভারসাম্য রক্ষা করতেন না।

আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ৩২ নম্বর, ৭ই মার্চ; এসব ব্যাপারে সৌমিত্রদা কখনো সুশীল হতে পারেননি। আমাদের মতো মেরুদণ্ড বন্ধক দিয়ে চুপ করেও যাননি। এসব বিষয়ে অনেক অপরিশীলত ধরনের উচ্চকণ্ঠ ছিলেন।

এই ৭ই মার্চেই প্রতিবাদ জানাতে গিয়ে যাচ্ছেতাই মার খেয়েছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভয়েজ রেইজ করে মার খাওয়া তো বটেই, প্রাণ হারানোতেও মনে হয় তার আপত্তি ছিল না। সৌমিত্রদার সঙ্গে বাকি আওয়ামী বিপ্লবীদের পার্থক্য হলো, ভয়েজ রেইজ করার জন্য তাকে প্রবাসী হতে হয়নি। দেশে বসেই বেধড়ক মার খেয়ে রোজদিন চিৎকার করেছেন মানুষটা।

সৌমিত্রদা, আমি আপনার এই চিৎকার কখনও পছন্দ করিনি। ইনফ্যাক্ট আমি সদাপলায়নপর একজন মানুষ। তাই আপনাকে এড়িয়েই থাকতাম। আপনি জানবেন, এই স্ট্যাটাসও হয়তো কেউ ভয় দেখালে ডিলিট করে দেবো।

তবে সৌমিত্রদা, আপনাকে চিরতরে হৃদয়ে রেখে দেওয়াটা নিশ্চয়ই কেউ আটকাবে না? অনন্তের পানে যাত্রা শুভ হোক।”

এদিকে, প্রিয় সককর্মীর অকাল প্রয়াণে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব) এর আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব শাহীন চৌধুরী গভীর শোক এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব) এর সাবেক সহসভাপতি ছিলেন সৌমিত্র দেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =