প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রোববার বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে একটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।