এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ

এ বছর জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাকর ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ আকস্মিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছে না। টুর্নামেন্টটি তারা আগামী বছর আয়োজনের কথা জানিয়েছে। ভেন্যু এবং স্পন্সরশীপ জটিলতায় বেশ কিছুদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। খবর বাসস।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাফ বিশ্বাস করে এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো নিখুঁতভাবে আয়োজনের জন্য যথেষ্ঠ সময় প্রয়োজন বলে মনে করে সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার)। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশীপের আয়োজন স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টটি হবে ২০২৬ সালে।

২০২৬ সাল বিশ্বকাপের বছর। সে কারণে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো জমকালো ভাবে আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য উপযুক্ত সময় ও ভেন্যু নির্ধারনের জন্য বিশেষ গুরুত্বের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + 9 =