জয়া বচ্চন করোনায় আক্রান্ত

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পাঁচ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন জয়া বচ্চন। আপাতত আইসোলেন রয়েছেন তিনি। তার শরীরে দুর্বলতা রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে, করোনার বিধিনিষেধ মেনে চলছেন তিনি।  শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বর্ষীয়ান এই অভিনেত্রীর আক্রান্তের খবর প্রকাশ্যে আসে।

কয়েকদিন আগেই নির্মাতা করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন জয়া বচ্চন। সিনেমাটিতে আলিয়া ভাট, রণবীর সিংয়ের পাশাপাশি ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান তারকাও অভিনয় করছেন।

গেল ৩১ জানুয়ারি শাবানা আজমি নিজেও করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। সিনেমাটির দুই বর্ষীয়ান অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত সিনেমাটির শুটিং বন্ধ করে দিয়েছেন করণ জোহর।

বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। এই লটের শিডিউল শেষ হওয়ার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। কিন্তু করোনার কারণে আপাতত শুটিং স্থগিত।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 11 =