কোহলি ৫০০ রান পেরিয়ে আইপিএলে অনন্য

আইপিএল মানেই যেন ধারাবাহিকতার প্রতিশব্দ ভিরাট কোহলি। আরও একবার সেই ছাপ রেখে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্রেট। দুর্দান্ত পথচলায় এবারও তিনি পেরিয়ে গেলেন ৫০০ রান। গড়ে ফেলেছেন অনন্য এক কীর্তি।  চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার ৩৩ বলে ৬২ রানের ইনিংসটির পথে এবারের আইপিএলে ৫০০ রান পূর্ণ হয় কোহলির। ৫০৫ রান নিয়ে সর্বোচ্চ রানের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপও আপাতত তার মাথায়। বিডিনিউজ২৪.কম

সর্বোচ্চ রানের সেই লড়াই চলবে মৌসুমের শেষ পর্যন্ত। তবে একটি লড়াইয়ে তিনি ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গড়ে ফেলেছেন রেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে দেখা পেয়েছেন ৮টি ভিন্ন মৌসুমে ৫০০ রানের মাইলফলকের।

ওয়ার্নার ৫০০ ছুঁয়েছেন ৭ মৌসুমে। তার আইপিএল ক্যারিয়ার এখন শেষ বলেই ধরে নেওয়া যায়। সামনের মৌসুমে তাই রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার হাতছানি থাকবে কোহলির সামনে।

কোহলিকে তাড়া করবেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত ৬ মৌসুমে অন্তত ৫০০ রানের স্বাদ পেয়েছেন তিনি। এবারও তার সামনে সুযোগটি আছে। দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান ৯ ইনিংসে করেছেন এখনও পর্যন্ত ৩৭১ রান।

এছাড়া অবসের যাওয়া শিখার ধাওয়ান ৫০০ স্পর্শ করেছেন পাঁচ মৌসুমে।

আইপিএলে কোহলির ব্যাট সবচেয়ে নিশ্চুপ ছিল প্রথম দুই মৌসুমে। ২০০৮ আসরে করেছিলেন তিনি ১৬৫ রান, পরের আসরে ২৪৬। ২০১০ মৌসমে পা রাখেন ৩০০ রানের সীমানায় (৩০৭)। এরপর আর কখনও ৩০০ রানের কম করেননি কোনো মৌসুমেই।

প্রথমবার ৫০০ রানের দেখা পান ২০১১ আসরে (৫৫৭)। ২০১৩ মৌসুমে প্রথমবার পা রানের ৬০০ রানের ঠিকানায়।

২০১৬ মৌসুমে যা করেছিলেন, এখনও তা আইপিএলের মহাবিস্ময়। চার সেঞ্চুরি ও সাত ফিফটিতে সেবার করছিলেন ৯৭৩ রান, এখনও যা এক আসরে রেকর্ড।

এমনকি ক্যারিয়ারের এই সময়ে এসেও গত মৌসুমে করেছিলেন তিনি ৭৪১ রান। এবার সেটিও ছাড়িয়ে গেলে বিস্ময়ের কিছু থাকবে না।

১১ ইনিংস খেলে এবার সাতটি ফিফটি তিনি করে ফেলেছেন। প্রতিটিতেই জিতেছে দল। এক আসরে দলের জয়ে সাতটি ফিফটিও আইপিএলের রেকর্ড।

এখানে তিনি ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নার ও শুবমান গিলকে। পাশাপাশি তিনি নিজেও ২০১৬ আসরে করেছিলেন এটি।

এছাড়া চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচেই আরও কিছু কীর্তিতে নাম লেখা হয়ে গেছে তার। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক দলের হয়ে তিনশ ছক্কার মাইলফলক পেরিয়েছেন (৩০৪টি) তিনি। বিশ ওভারের ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কাও এখন তার (বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ১৫৪টি)।

আইপিএলে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন তিনি। টুর্নামেন্টের সফলতম দল চেন্নাইয়ের বিপক্ষে তার রান এখন ১ হাজার ১৪৬। সব মিলিয়ে আইপিএল যেন কোহলিময়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 11 =