তৌকীর আহমেদ অভিনয়ে ফিরছেন পঁচিশে বৈশাখের নাটকে

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ ফিরছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পঁচিশে বৈশাখ উপলক্ষে নির্মিত বিশেষ নাটকের মাধ্যমে। বিটিভির বিশেষ অনুষ্ঠামালায় প্রচারিত হবে সেই নাটকটি।

বেশ লম্বা সময়ের বিরতি পেরিয়ে এই অভিনেতা ফিরেছেন অভিনয়ে। তৌকীর আহমেদের মতো তারকার ফেরার উপলক্ষ্য স্পেশ্যাল না হয়ে পারে? তৌকীরকে আগের মতো সৃষ্টিশীল কাজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে অভিনয়ে তিনি একেবারেই অনিয়মিত।

এদিকে, গুণী অভিনেত্রী ফারজানা ছবির জন্যও এই নাটকটি স্পেশ্যাল। কারণ মা হারানোর পর বেশ কয়েকমাস তিনি ক্যামেরা থেকে দূরে। এই নাটকের মাধ্যমেই তিনি ফিরেছেন অভিনয়ে।

ছবি জানালেন ১৬ বছর পর তিনি আর তৌকীর আহমেদ একসঙ্গে অভিনয় করলেন। ছবি বলেন, ‘১৬ বছর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য নির্মিত একটি নাটকে তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম। এবার করলাম রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিটিভির নাটকে। নাটকটি পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় অভিনেতা ও পরিচালক আবুল হায়াত। আশা করছি কাজটি দর্শকের পছন্দ হবে।’

ছবি জানিয়েছেন, রবীন্দ্রনাথের ‘সম্পত্তি সমর্পণ’ গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। গল্পটি আমার অনেক আগে থেকেই ভীষণ পছন্দের। তৌকীর ভাই তো এখন দেশে থাকেন না পুরোটা সময়, আমেরিকা থেকে ফিরে এই কাজটিই উনি করেছেন। আবুল হায়াতের নির্দেশনা, সব মিলিয়ে আর না করতে পারিনি। তবে আমি এখনো নিয়মিত কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত না। মাকে খুব মিস করি। জানি না এই ব্যাথা মৃত্যুর আগ পর্যন্ত আর কমবে কি না!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + seven =