ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পরমাণু শক্তিধর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। খবর বাসস।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।’

শুভবুদ্ধি ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দু’পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − thirteen =