ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর কোচ ড্যারেন স্যামি বলেছেন, অবশ্যই ন্যায়বিচার হওয়া উচিত। তবে পাশাপাশি তার দাবি, যথাযথ প্রক্রিয়া যেন অনুসরণ করা হয়। অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেনি কোনো সংবাদমাধ্যম। খবর বিডিনিউজ।

গায়ানাভিত্তিক সংবাদপত্র ‘কাইটুর নিউজ’-এ গত ২৫ জুন সংবাদ প্রকাশিত হয়, গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের ওই ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানি ও শারীরিক আঘাতের অভিযোগ এনেছেন এক নারী। ২৪ বছর বয়সী ওই নারী ও তার অভিভাবকরা পত্রিকাটিকে জানিয়েছেন, তাদের অভিযোগ আমলে নিচ্ছে না গায়ানা পুলিশ।

ওই নারীর অভিযোগ, প্রোভিডেন্স অঞ্চলে তার নিজে বাড়িতে ‘ক্যাজুয়াল’ এক সন্ধ্যা পরে রূপ নেয় বিভীষিকায়। ঘটনার সময় আক্রমণের শিকার হয়ে আহত হওয়ার নানা ছবি পত্রিকাটিকে দেখিয়েছেন ওই নারী। পাশাপাশি হোয়াটসঅ্যাপের কিছু বার্তার স্ক্রিনশটও পত্রিকাটি দেখেছে, যেখানে ওই ক্রিকেটার ক্ষমাপ্রার্থনা করেছেন এবং ব্যাপারটিকে গোপন রাখার অনুরোধ করেছেন। এছাড়া টাকা দিয়ে ঘটনা মিটমাট করার প্রস্তাবও দিয়েছেন ওই ক্রিকেটার, যা প্রত্যাখ্যান করেছেন ওই নারী। অভিযোগকারী নারী জানিয়েছেন, ঘটনার পরপর গায়ানা ছেড়েছেন ওই ক্রিকেটার।

পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়েছে, এটিই প্রথম নয়। ওই ক্রিকেটারের বিরুদ্ধে নানা সময়ে এমন অভিযোগ করেছেন আরও চারজন নারী, এর মধ্যে আছে দুই বছর আগের ঘটনাও। একটি ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করাও হয়েছিল। তবে পরে তা আর আইনী প্রক্রিয়ায় গড়ায়নি এবং ক্রমশ আড়াল হয়ে পড়ে।

পত্রিকাটির খবরের সূত্র ধরে গত কয়েকদিনে ক্যারিবিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে ওই অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। গ্রেনাডায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এটা নিয়ে নিজেদের অবস্থান জানালেন কোচ ড্যারেন স্যামি।

“সংবাদমাধ্যমে যা চলছে, আমরা সবাই সেসব অবগত আছি। দলের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আমার খুব ঘনিষ্ঠ। তাদের সঙ্গে কথা বলেছি আমি, নিশ্চিত করেছি সবাই যেন ভালো মানসিক অবস্থায় থাকে। একটা কথা আমি বলতে পারি যে, আমরা সবাই ন্যায়বিচারে বিশ্বাস রাখি। আমরা এমন একটি সম্প্রদায়, যারা বিশ্বাস করি, ন্যায়বিচার হতেই হবে।

“তবে সবকিছুরই প্রত্রিয়া আছে। যথাযথ প্রক্রিয়া ও সঠিক পদ্ধতি যেন অনুসরণ করা হয়, এটা নিশ্চিত করতে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করে যাব আমরা। ক্রিকেট বোর্ড হিসেবে, প্রধান কোচ হিসেবে আমি, সবার জন্য ন্যায়বিচার চাই। তবে এখনও এটা কেবল অভিযোগের পর্যায়ে আছে। বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানি। সব প্রক্রিয়া সঠিক পথে যাওয়ার অপেক্ষা করতে হবে সবাইকে।”

২০২৩ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের কোচ স্যামি। কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন সব সংস্করণেই। ওই ক্রিকেটারের বিরুদ্ধে দুই বছর আগের অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে তার প্রতিক্রিয়া, “এই অংশটি আমার জানা নেই।”

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নিজেদের তদন্ত করা উচিত কি না, এটির গভীরেও যেতে চাইলেন না কোচ, “আমি এটার উত্তর দিতে পারি না। সঠিক প্রক্রিয়ার যে কথাটি বললাম, সেটি নিশ্চিত করতে তারা সম্ভাব্য সবকিছুই করছে, আমি নিশ্চিত।”

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একজন মুখপাত্র জানিয়েছেন, এসব নিয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বা আনুষ্ঠানিক তথ্য তারা পাননি, এজন্য আপাতত তাদের কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =