জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’ ফিরছে নতুন মোড়কে। প্রতি বছর নতুন সিজনে এই মিউজিকাল রিয়ালিটি শোয়ে থাকে একগুচ্ছ চমক। এবারেও তার ব্যতিক্রম হবে না আশা করাই যায়। তবে এই শো শুরুর আগে প্রোমোতেও থাকে একাধিক নজরকাড়া বিষয়।
প্রতিবার এক্কেবারে অন্যরকমভাবে তৈরি হয় এই রিয়ালিটি শোয়ের প্রোমো। ঠিক সেভাবেই জি বাংলার অফিশিয়াল পেজে এসেছে নতুন সিজনের প্রোমো। আর তাতে দেখা যাচ্ছে গঙ্গার বাঁধানো ঘাট। ফুল বেচাকেনার হাট বসেছে সেখানে। চলছে মা দূর্গার প্রতিমা গড়ার কাজ। মৃৎশিল্পী রীতিমতো ব্যস্ত, জ্বলছে প্রদীপ। এককথায় পুজোর আমেজ ধরা পরেছে জি বাংলা সারেগামাপার নতুন সিজনের প্রোমোতে।
আর সেখান থেকে অনেকের মনেই ধারণা হচ্ছে তাহলে কি এই পুজোতেই আসবে সারেগামাপা নতুন সিজন? তার উত্তর যদিও কিছুটা মিলছে ভিডিওটির ক্যাপশনে। সেখানে লেখা ‘সাত সুরে হবে মায়ের আগমন, সারেগামাপা আর দুর্গাপুজা বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন! আসছে ‘সারেগামাপা’ অডিশন।’