সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শেভরনের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচিতে এবার সারাদেশ থেকে নির্বাচিত ১০১ জন মেধাবী কলেজ পড়ুয়া ছাত্রী অংশ নিচ্ছেন। এক মাসব্যাপী এই প্রোগ্রামে মেয়েরা মজার ও ব্যবহারিক উপায়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে শিখবে।
২০১৯ সালে শুরু হওয়ার পর থেকে শেভরনের সহায়তায় পরিচালিত এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ছাত্রীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বছর অংশগ্রহণকারী ছাত্রীরা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার প্রোগ্রামিং ও পাবলিক হেলথ বিষয়ক কোর্সে অংশ নেবেন । এই কোর্সগুলো পড়াবেন দেশি ও বিদেশি শিক্ষকদের একটি অভিজ্ঞ দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার চৌধুরী, এনডিসি। তাঁর বক্তব্যে তিনি দেশের অগ্রগতি এবং দেশের তরুণীদের ক্ষমতায়নে STEM শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানটি শুরু হয় এইউডব্লিউ এর আন্তর্জাতিক শিক্ষার্থী দলের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর আমন্ত্রিত অতিথিদের আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এইউডব্লিউ এর মাননীয় উপাচার্য ড. রুবানা হক স্বাগত বক্তব্যে এশিয়ার নারীদের শিক্ষিত ও সক্ষম করে তুলতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের কথা তুলে ধরেন। সামার স্কুলের পরিচালক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী অনুষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষক ও প্রশিক্ষক দলকে পরিচয় করিয়ে দেন।
শেভরন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক, জহির উদ্দিন মোহাম্মদ বাবুর খান এবং কমিউনিটি এনগেজমেন্ট ও সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান, এ কে এম আরিফ আকতার। তারা এইউডব্লিউ এর ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল কর্মসূচিতে শেভরনের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং STEM বিষয়ে নারীদের ক্ষমতায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মুনাল মাহবুব, এবং এইউডব্লিউ এর ডিন অব স্টুডেন্টস ড. ফাতিমা মেরি সিডোটাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়েকজন কলেজ প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকগণও। তাঁদের মধ্যে ছিলেন দিনারপুর কলেজের প্রিন্সিপাল তনুজ রায়, স্কলার্সহোমের সহকারী শিক্ষক এ. এস. মো. কামরুল হক জুয়েল এবং ক্রিয়েটিভ কলেজের ভাইস প্রিন্সিপাল জালাল উদ্দিন রুমি। এছাড়াও, সামার স্কুলের দুই প্রাক্তন শিক্ষার্থী নুসরাত জাহান ইয়ামিন (সামার স্কুল ২০১৯) এবং শাহ জাফরিন সুলতানা (সামার স্কুল ২০২৪) তাদের শিক্ষাগত ও ব্যক্তিগত জীবনে এই প্রোগ্রাম কীভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে, সেই অভিজ্ঞতা বর্ণনা করেন।
এইউডব্লিউ এর সঙ্গে শেভরনের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব সামার স্কুলের প্রভাব বিস্তারে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। নারীর অগ্রগতির লক্ষ্যে শেভরনের সহযোগিতা ও যৌথ দৃষ্টিভঙ্গি STEM শিক্ষায় নারীদের এগিয়ে নিতে সহায়ক হয়েছে। এই উদ্যোগে শেভরনের বিনিয়োগ প্রমাণ করে, তারা এমন একটি সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তরুণীরা বিজ্ঞান, প্রযুক্তি ও জনস্বাস্থ্যে দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করে নেতৃত্ব দিতে পারে। এইউডব্লিউ এর অংশীদারিত্বের মাধ্যমে শেভরন এমন একটি ভবিষ্যত গড়ছে, যেখানে বাংলাদেশে প্রতিটি প্রান্তের আরও বেশি নারী নতুন কিছু করবে, নেতৃত্ব দেবে এবং পরিবর্তন আনবে।