পাহাড় ঘেরা রূপ সুষমা মন্ডিত পবিত্র শহর ক্যান্ডি। ভারত মহাসাগর পারের কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। আজ পালেকেলেতে মেহেদী মিরাজের বাংলাদেশের সুযোগ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে সিরিজ জিতে নেয়ার। আছে বৃষ্টি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। এই মাঠে বাংলাদেশের ওডিআই ম্যাচ জয় এবং টেস্ট ড্র করার স্মৃতি আছে। দুটি সমশক্তির দলের মল্লযুদ্ধে উভয় দলেরই জয় পরাজয়ের সম্ভাবনা আছে। তবে আইসিসি ওডিআই রাংকিংয়ে বর্তমানে ৯ম অবস্থানে থাকা বাংলাদেশকে একটি জয় উত্তরণের পথে আরো এগিয়ে দিবে। পরবর্তী বিশ্ব কাপে স্বয়ংক্রিয় ভাবে খেলতে হলে বাংলাদেশকে শীর্ষ ৮ দলের ভেতর থাকতে হবে।
দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নেয়া তাসকিন আহমেদ আজ ফিরবে। পালেকেলে ব্যাটিং সহায়ক উইকেট তবে এখানে পেস বোলাররা কিছুটা সুবিধা পেয়ে থাকে। তাসকিনের ফিরে আসা বাংলাদেশ আক্রমণকে সুসংহত করবে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণ ভালো হয়নি। তবে নবীন তানভীর ছিল গেম চেঞ্জার। লিটনের পরিবর্তে খেলতে আসা শামীম হোসেনের চৌকষ ভূমিকা বিশেষত ৯ ওভারের কৃপণ বোলিং স্পেল দারুন কার্যকরী হয়েছে। বাংলাদেশের তিন স্পিনার তানভীর ,শামীম আর মেহেদী মিরাজ ম্যাচের গতি পরিবর্তনে মুখ্য ভূমিকা রেখেছিলো। দারুন ব্যাটিং করেছে দ্বিতীয় ম্যাচে খেলতে নাম পারভেজ ইমন। তাওহীদ হৃদয় অবশেষে একটি ভালো ইনিংস উপহার দিয়েছে। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেনি নাজমুল শান্ত। মেহেদী মিরাজের ব্যাটেও রান খরা। মিডল অর্ডারকে আজ ঘুরে দাঁড়াতেই হবে। জাকের আলী অনিককে উপরে খেলানো যায় কিনা ভেবে দেখতে হবে। প্রতি ম্যাচে কিন্তু তানজিম সাকিব একই ভাবে অবদান রাখবে না ব্যাট হাতে।
যাই হোক বাংলাদেশের সামর্থ আছে নিজেদের সেরা প্রয়োগ করে ম্যাচ জিতে নেয়ার। আজ সিরিজ জিতে নিলে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে। সম্ভাবনা আছে বৃষ্টি বিঘ্নিত সংক্ষিপ্ত ম্যাচের। সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। মেহেদী মিরাজ বিচক্ষণ অধিনায়ক। দলের সম্পদ সঠিক ব্যবহার করার কৌশল জানা আছে। বাংলাদেশের ফিল্ডিং উন্নত করার অনেক সুযোগ রয়েছে। সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য টনিক হয়ে কাজ করবে।